অধ্যাপক হাশেম ফাউন্ডেশনের ঈদ পুনমিলনী ও আঞ্চলিক গানের অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ‘আংগো বাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক্ট ভাই’ এই জনপ্রিয় আঞ্চলিক গানের মধ্য দিয়ে গতকাল বুধবার রাত আটটা থেকে গভীর রাত পর্যন্ত চলে এ সংগীত অনুষ্ঠান। অধ্যাপক মো.হাশেম ফাউন্ডেশন এর উদ্যোগে হাশেম পরিবারের শিল্পী ও স্থানীয় শিল্পীদের গানে গানে মুখরিত হয় অনুষ্ঠানটি। এছাড়া অধ্যাপক হাশেমের স্মরণে তার রচয়িতা অনেক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।
অধ্যাপক হাশেম ফাউন্ডেশন এর সহ-সভাপতি ওস্তাদ কামাল উদ্দিন এর সভাপতিত্বে ঈদ পুর্ণমিলনী ও আঞ্চলিক গানের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক হাশেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোস্তফা মনওয়ার সুজন, সিনিয়র সাংবাদিক সানজিদা সুলতানা, দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর সানজিদা সুলতানা, নোয়াখালীর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, রায়হান কায়সার শাওন, আবু রায়হান সরকার,রাবেয়া আক্তার আঁখি,নিলীমা দে, মেহবুবা কামাল প্রমুখ। এছাড়াও স্থানীয় শিল্পী ও হাশেম ফাউন্ডেশন এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ মরহুম অধ্যাপক মো.হাশেম প্রায় আড়াই হাজার গানের রচয়িতা ও সুরকার ছিলেন। তার গান রেডিও টেলিভিশনে ব্যাপক প্রচারিত হয়েছিল এবং দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। এই গুণী শিল্পী নোয়াখালীর আঞ্চলিক গানের মধ্য দিয়ে নোয়াখালীর শিল্প সংস্কৃতিকে দেশ-বিদেশে তুলে ধরেছেন। তিনি একজন জনপ্রিয় আঞ্চলিক গানের সম্রাট হিসেবে আখ্যায়িত হয়েছেন এবং হাজার হাজার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ২০২০ সালে অধ্যাপক হাশেম ইন্তেকাল করেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১