অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা

সুবর্ণ প্রভাত স্পোর্টস ডেস্কঃ এ মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে আগামী ২৪ নভেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
টুর্নামেন্ট শুরুর আগে আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। মূল লড়াইয়ে নামার আগে ২৬ ডিসেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নামবে যুবারা।
টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে শ্রীলংকা, আফগানিস্তান ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, স্বাগতিক আরব আমিরাত ও জাপান।
২৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।
গ্রুপের শেষ দুই ম্যাচে ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে ও ৩ ডিসেম্বর শ্রীলংকার সাথে খেলবে বাংলাদেশ।
গ্রুপ ‘বি’র সবগুলো ম্যাচ দুবাইয়ে এবং ‘এ’ গ্রুপের সব ম্যাচ শারজাহতে অনুষ্ঠিত হবে।
দুবাইয়ে ৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বাংলাদেশ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার দেবা,রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান, সাদ ইসলাম রাজিন।
স্ট্যান্ডবাই : কালাম সিদ্দিকি আলিন (ট্রাভেলিং রিজার্ভ), শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১