অনেক গুণের বিছুটি গাছ

সুবর্ণ স্বাস্থ্য কর্ণার ডেস্ক : বিছুটি নাম শুনে অনেকেই আঁতকে ওঠেন। কারণ এ গাছের পাতা বা কাণ্ড স্পর্শ করলে শরীর চুলকায় এবং জ্বালা করে। নেতিবাচক এ দিকটি ছাড়া বিছুটির অনেক ওষুধি গুণও আছে। এর ফল ও শিকড় প্রস্রাবের জ্বালাপোড়া, মাথাব্যথা, কুষ্ঠরোগ, চর্মরোগ, চুলপড়া, বুক ধড়ফড়ানি ইত্যাদি সমস্যায় নানাভাবে কাজে লাগে। প্রস্রাবের জ্বালাপোড়ায় গাছের শিকড় বেটে রস নিয়ে আধকাপ করে প্রতিদিন দু’বার করে সেব্য। মাথাব্যথা হলে গাছের মূল আদার সঙ্গে মিশিয়ে বাহ্যিকভাবে কপালে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। গায়ে খোসপাঁচড়া ও ঘা হলে পরিমাণমতো শিকড় তুলসী পাতার সঙ্গে বেটে বাহ্যিকভাবে প্রলেপ দিলে সেরে যায়। সর্দিকাশি, জ্বর ও ব্রঙ্কাইটিসে আধাকাপ পরিমাণ শিকড়ের রস দু-তিন দিন পান করলে উপশম হয়। চুলপড়া বন্ধ করতে গাছের শিকড় অল্প পানিতে পিষে আমলকীর রসের সঙ্গে মিশিয়ে মাথায় লাগাতে হয়। তাতে ভালো কাজ হয়। বুকে ধড়ফড়ানি হলে পাঁচ গ্রাম পরিমাণ গাছের সতেজ মূল দুই কাপ পানিতে জ্বাল দিয়ে এক কাপ পরিমাণ থাকতে নামিয়ে দুবার সেব্য। নাকে-মুখে রক্তপড়া বন্ধ করতে পাঁচ-ছয় গ্রাম পরিমাণ শালপানির মূলের সঙ্গে মিশিয়ে তিন কাপ পানিতে জ্বাল দিয়ে আধা কাপ থাকতে নামিয়ে ছেঁকে প্রতিদিন সকাল-বিকেল কোয়ার্টার কাপ দুধ মিশিয়ে সেবন করলে বেশ উপকার পাওয়া যাবে। এসব ছাড়াও গাঁটে বাত, কোষ্ঠবদ্ধতা, কাশি, হাঁপানি ও মামস সমস্যায় বিছুটির মূল ও ফল বেশ কার্যকর।
বিছুটি স্থানীয়ভাবে ছাগল সত্তা, বাঙ্গাল সত্তা, চোতরা লুদি ইত্যাদি নামেও পরিচিত। এটি চিরসবুজ, ঘন শাখাবিশিষ্ট ও বীরুৎ। সাধারণত এক থেকে দেড় মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা রোমশ; আড়াই থেকে ১০ সেমি লম্বা, বর্শাফলাকৃতির। পুষ্পদন্ড খাড়া, প্রতিটি পত্রকোণ বা গিঁট থেকে ফুল হয়। ফল ত্রিকোণাকৃতির। ফুল ও ফলের মৌসুম প্রায় বর্ষব্যাপ্ত।
ওষুধ নয়, ব্যথা নাশক হিসেবে যাদুর মতো কাজ করে বিছুটি পাতা!
ভেষজ একটি উদ্ভিদ বিছুটি। অনেকেই হয়তো চিনে থাকবেন এই গাছ। সম্পূর্ণ গাছটির গায়ে অতি ক্ষুদ্র রোমের মত কাঁটা থাকে। যা শরীরের লাগলে ভীষণ চুলকায়। মূলত এজন্যই এর নাম বিছুটি। তবে গাছটির শিকড়, রাইজোম এবং পাতার রস নানা শারীরিক রোগ সারাতে সক্ষম। গাছটির খোঁজ প্রথমে রাশিয়াতে পাওয়া গেলেও, এখন এটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফ্রিকা মহাদেশসহ আরো বেশ কয়েকটি দেশে পাওয়া যায়। চলুন জেনে নেয়া যাক এতে থাকা রাসায়নিক উপাদান এবং এর ওষুধি গুণাগুণ সম্পর্কে-
রাসায়ানিক উপাদান
বিছুটি গাছের শিকড়, রাইজোম এবং পাতার রস ওষুধি গুণ সম্পূর্ণ। এতে আছে ট্যানিন, ফাইবার, ক্লোরোফিল রাসায়নিক উপাদান। এ ট্যানিন, ফাইবার, ক্লোরোফিল, বেরিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। সেই সঙ্গে লোহা, বোরন, মলিবডিনাম, স্ট্রনটিয়াম, সেলেনিয়াম, তামা, ম্যাঙ্গানিজ, টাইটানিয়াম, নিকেল ও অ্যাসকরবিক বিদ্যমান। এর পাতায় যে পরিমাণ ভিটামিন সি আছে তা ১০ গ্রাম কিশমিশের সমান বা একটি গাজরের অর্ধেক। এই গাছ নানাভাবে আমাদের অনেক উপকার করে থাকে।
*বিছুটি পাতা ব্যথা নাশক হিসেবে দারুণ কাজ করে। এর এন্টিসেপ্টিক উপাদান শরীরের যে কোনো অংশের ব্যথা কমাতে যাদুর মতো কাজ করে। এক্ষেত্রে এর শুকনা পাতার গুঁড়া অনেক কার্যকরী। *তাছাড়া এটি রক্তাল্পতা, ফুসফুস এবং অন্ত্রের অভ্যন্তরীণ রক্ত ক্ষরণ কমায়। এই উদ্ভিদের নির্যাস জরায়ুর রক্ত ক্ষরণ বন্ধ করে এবং স্ত্রীরোগে কাজ করে। *অনবরত হাঁচি দেয়ার সমস্যায় ভুগছেন? ফুটন্ত পানিতে বিছুটি পাতা দিয়ে চা তৈরি করুন এবং দিনে ২ থেকে ৩ বার এই চা পান করুন। *এতে থাকা অ্যাসট্রিনজেন্ট একজিমা, পোকার কামড়, পক্স কমাতে সাহায্য করে। *বিভিন্ন চর্মরোগে ওষুধ হিসেবে বিছুটি পাতার তেল বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। *এর শিকড়ের রস মূত্রবর্ধক এবং রক্তপরিষ্কারক। *চুল পড়া কমাতে এর জুড়ি নেই। সাধারণ তেলের সঙ্গে বিছুটি পাতার তেল মিশিয়ে স্কাল্পে ম্যাসাজ করলে চুল পড়া অনেক কমে যায়। একই সঙ্গে এই পাতার মধ্যে থাকা সিলিকন ও সালফার চুল ঘন করতে সহায়তা করে। তাছাড়া চুলের জেল্লা বাড়াতে চাইলে এক মগ পানিতে এই পাতা ফুটিয়ে নিন। তারপর ছেঁকে, ঠান্ডা করে শ্যাম্পু করার পর মাথায় দিয়ে ধুয়ে নিন। *বিছুটি পাতার রস কিংবা তেল হালকা কুসুম গরম করে নিন। এবার এটি বাতের ব্যথা এবং হাড়ের জয়েন্টের ব্যথায় মালিশ করলে খুব দ্রুত ফল পাবেন। *এই গাছের শিকড় এবং চিনি একসঙ্গে জ্বাল করে খেলে সর্দি-কাঁশি ভালো হয় এবং ক্রনিক হেপাটাইটিস, গ্যাস্ট্রিক আলসার ভালো হয়। এটি পিত্ত থলি এবং যকৃতের বিভিন্ন রোগ ভালো করে। *ত্বকের ব্রণের সমস্যা দূর করতে বিছুটি পাতা অনেক কার্যকরী। এজন্য বিছুটি পাতা শুকিয়ে গুঁড়া করে পেস্ট বানিয়ে নিন। তারপর এই পেস্ট হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে ব্রণের উপর লাগিয়ে রাখুন। খুব তাড়াতাড়ি ব্রণের প্রকোপ কমে আসবে। এছাড়াও অয়েলি ত্বকের জন্য এটি ভীষণ উপকারী।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১