নিজস্ব প্রতিনিধিঃঅপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন থানা এলকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।
পুলিশ সূত্রে জানা যায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে ৪ জন, বেগমগঞ্জ থানা থেকে ২ জন, কবিরহাট থানা থেকে একজন, চরজব্বর থানা থেকে একজন, হাতিয়া থানা থেকে একজন, চাটখিল থানা থেকে দুইজন ও সেনবাগ থানা থেকে ২ জনকে গ্রেফতার করে। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ একযোগে কাজ করছে।
গ্রেফতারকৃতরা হলেন, নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সদস্য মো. ইমতিয়াজ সুমন (২৯), মো. হৃদয় (২৪), মো. হাসান (১৯), আমজাদ হোসেন বাপ্পি (২৫), মঞ্জুরুল রহমন ইকন (২৩), সাবেক ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান মিজান (৪২), হাতিয়ার তমরুদ্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আলতাফ হোসেন (২৮), চাটখিল পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. একরাম উল্লাহ ফরিদ (৪০), চাটখিলের খিলপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নোমান হোসেন (৩৩), যুবলীগ সদস্য মো. আরিফুল ইসলাম (৩৩), মো. নাসির (৩১), বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক যুবলীগ সভাপতি মো. আখতারুজ্জামান (৪৫) ও এখলাশপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুর রহমান জনি (২৮)।
এ নিয়ে গত ৫ দিনে ৫৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপারেশন ডেভিল হান্টঃনোয়াখালীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩নেতাকর্মী গ্রেফতার
- সুবর্ণ প্রভাত
- ফেব্রুয়ারি ১৪, ২০২৫
- ১২:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
