নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনাকালে যৌথ বাহিনীর ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার গভীর রাতে এ ঘটনার সময় দুই সন্ত্রসীকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার ছাড়াও একই রাতে এবং আজ মঙ্গলাবার সকালে জেলায় স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য মতে, হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ২ নং ওয়ার্ডে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় যৌথবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলাকালে ইমাম হোসেন (৫০) ও নবীর উদ্দিন (৫০)নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার এবং ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরী ওয়ান শ্যুটার গান, ১২টি বোমা সদৃশ ককটেল, ৯টি গুলি, ২টি ড্রেগার ও ৩টি কিরিচ উদ্ধার করে যৌথ বাহিনী। এছাড়ার ওই রাতে একটি রাজনৈতিক মামলায় ফখরুল ইসলাম টিপু(৩০) নামের যুবলীগ লীগ কর্মিকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন,সোমবার গভীর রাতে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থান নেয়। এ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ওইস্থানে অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসীরা যৌথবাহিনীর গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এর জবাবে যৌথ বাহিনীর সদস্যরা ১৪ রাউন্ড গুলি ছুঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার কালে ইমাম ও নবীর নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের বিকেলে হাতিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে সোমবার রাতে ও আজ সকালে নোয়াখালী পৌরসভার বিভিন্নস্থান থেকে সুধারাম থানার পুলিশ অভিযান চালিয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবদুল করিম বিশাল,সদস্য অহিদ উদ্দিন,নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মি ফরিদ উদ্দিন ও ফজলে আজিমকে, একই রাতে বেগমগঞ্জ থানার পুলিশ চৌমুহনী এস এ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুনকে এবং সেনবাগ থানার পুলিশ জেলা যুবলীগের সহ সভাপতি ও সেনবাগ যুবলীগের কমিটির সদস্য শিক্ষানবিস আইনজীবী দিদারুল ইসলাম দিদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তরা।
অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে যৌথ বাহিনীর ওপর হামলা,অস্ত্র উদ্ধার, গ্রেফতার -৯
- সুবর্ণ প্রভাত
- ফেব্রুয়ারি ১১, ২০২৫
- ৪:০৫ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
