অবৈধ অস্ত্র যার কাছেই থাকুক না কেন, তা উদ্ধার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে- ব্যারিস্টার খোকন

বিশেষ প্রতিনিধিঃবাংলাদেশ সুর্প্রীম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ব্যারিষ্টার এ.এন মাহবুব উদ্দিন খোকন বলেছেন, অবৈধ অস্ত্র যার কাছেই আছে তা উদ্ধার করতে হবে। অবৈধ অস্ত্রধারীর কোন দল নেই সে সন্ত্রাসী। অবৈধ অস্ত্র উদ্ধার হলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। মানুষ শান্তি চায়, সুখে থাকতে চায়।
তিনি আরও বলেন আমাদের হাজার বছরের ঐতিহ্য রয়েছে। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্দ ও খ্রিস্টান মিলে একত্রে বসবাস করে আসছি। আমাদের ভিতর কোন দ্বন্ধ, হিংসা, হানাহানি থাকতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বঝায় রাখতে হবে। একটি কুচক্রি মহল এটা বিনষ্টের চেষ্টা করছে। বিএনপি এ কুচক্রি মহেলের সকল সড়যন্ত্র রুখবে। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিএনপি নেতাকর্মীদের হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার নির্দেষ দিয়েছেন।
তিনি গতকাল শুক্রবার রাতে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সদরে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে শারদীয় দূর্গাপূজা শেষে হিন্দ্র সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় সভায় বক্তব্যদান কালে এ সব কথা বলেন।
নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবু হানিফ, সাধারণ সম্পাদক শাহজাহান রানা, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক দেওয়ান শামসুল আরিফিন শামীন, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু প্রমুখ। তিনি চাটখিল এবং সোনাইমুড়ীর পূজামন্ডপ সমূহ পরিদর্শন করে নগদ টাকাও উপহার সামগ্রী বিরতন করেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮