নিজস্ব প্রতিনিধিঃহিন্দুরা যেন তাদের জমিদারির একটা অংশ এ মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি ও প্রতি মন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন, , হিন্দু সম্প্রদায়ের মানুষকে জিম্মি করে একটি দল(আওয়ামী লীগ) তাদের সমর্থন আদায়ের চেষ্টা করে। ওই দলটি বাংলাদেশের হিন্দুদের শতকরা ৯০ শতাংশ সম্পদ দখল করেছে। তার পরও তারা একটি সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেছে যে, হিন্দুরা তাদের ভোট দেয়।
তিনি বলেন,অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রয়োজন। এ ছাড়া তা সম্ভব নয়।
আজশুক্রবার দুপুরে নোয়াখালীর প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে দুর্গা মন্দিরে কুমারী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।
বরকত উল্যাহ বুলু বলেন, হিন্দু সম্প্রদায়ের সব সম্পত্তি আওয়ামী লীগের দখলে এবং তারা হিন্দু সম্পদ্রায়ের লোকজনকে জিম্মি করে তাদের দলভুক্ত করার অপচেষ্টা করছে। একটি নির্বাচিত সরকারই পারে দেশের সব মানুষের অধিকার সংরক্ষণ করতে। যদি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হয়, তাহলে নির্বাচিত সরকারই প্রয়োজন।
তিনি বলেন, পূজা উদযাপন পরিষদের মহাসচিব সন্তোষ শর্মা বিএনপির কাছে তাদের ৮ দফা দাবি উপস্থাপন করেছে। বিএনপির স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ক্ষমতা গেলে তাদের এসব দাবি বাস্তবায়ন করবে।
এ সময় বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি কামাক্ষা চন্দ্র দাসসহ দলীয় নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে সকালে চৌমুহনী বিজয়া সার্বজনীন দুর্গা মন্দিরে সাত বছর বয়সী আদ্রিতা চক্রবর্তী নামের এক মেয়েকে মাতৃরূপে পূজা করা হয়। এ উপলক্ষ্যে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের পদচারণে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।