অসুস্থ হয়ে মারা গেলেন নোবিপ্রবির শিক্ষার্থী তারেক সিয়াম

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃঅসুস্থ হয়ে মারা গেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারেক সিয়াম (২৩)। আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। এর আগে বিকেলে ক্যম্পাসে তিনি বন্ধুদের সাথে ফুটবল খেলেন। অসুস্থ সিয়ামকে জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান বলেন, শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তারেক সিয়াম আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেন। এরপর তিনি ক্যাম্পাসের পুকুরে গোসল করে। গোসল শেষে সে তার আবাসস্থান ভাষা শহীদ আবদুস সালাম হলে যায়। সেখানে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। তার অবস্থায় অবনতি হলে জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
সিয়ামের গ্রামের বাড়ি নড়াইলে তাঁর অভিভাবকদের খবর পাঠানোর প্রক্রিয়া চলছে। তারা এলে আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইসমাইল বলেন, প্রাথমিকভাবে চিকিৎসক ধারণা করেছেন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সিয়ামের মৃত্যু হতে পারে । তার বাড়ি নড়াইল সদর উপজেলায়। সম্ভবত বাবা-মায়ের একমাত্র ছেলে ছিল সিয়াম। সেখানকার জেলা প্রশাসনের মাধ্যমে পরিবারকে খবর দেওয়ার চেষ্টা করছেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০