আইন শৃঙ্খলা বাহিনী ও অপরাধী একসাথে থাকতে পারে না- নবাগত পুলিশ সুপার আসাদুজ্জামান

নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালীতে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, একই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী এবং কোনো অপরাধী একসাথে থাকতে পারে না। হয় অপরাধী বাহিনী থাকবে নয় আমি থাকবো।
তিনি বলেন, সে যে রাজনৈতিক দলের হোকনা কেনো আমি সেটা কেয়ার করিনা, আমার টিমও সেটা কেয়ার করেনা। আমি বড় বড় কথা বলতে পারবো না, তবে আমি যথাযথ ভাবে কাজ করতে চাই।
আজ সোমবার দুপুরে জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান তার সম্মেলন কক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সাংবাদিকদের সহযোগিতা চেয়ে পুলিশ সুপার বলেন, নির্বাচন কমিশনের প্রচলিত আইন অনুযায়ী নির্বাচনটাকে সুন্দর করতে ও সুষ্ঠু ভোটের জন্য আমরা কাজ করছি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করা দরকার আমি তাই করবো। সেক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা লাগবে। পুলিশ সাংবাদিক একজন অন্যের পরিপূরক। সবাইকে নিয়ে আমরা কাজ করবো।
তিনি বলেন, আমি ব্যবসায়ী নই আমি একজন সেবাদাতা। আমি নোয়াখালীতে এসেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। আমি নিজেকে উজাড় করে দিবো। আমি পরিষ্কার বার্তা দিতে চাই। আমি কোনো সুপার হিরো নই, আমি মানুষ। মানুষ হিসেবে আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই এবং সেবা দিতে চাই। সামনে নির্বাচন আছে তাই এটিই আমাদের প্রধান প্রায়োরিটি। এর পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
্এর আগে সভায় পরিচিতি পর্ব শেষে পুলিশ সুপার তার পেশাগত সফলতা, ব্যক্তিগত বিভিন্ন ভালো উদ্যোগ, জীবনবৃত্তান্ত এবং নোয়াখালী জেলায় যোগদানের বিষয়গুলো উল্লেখ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিব, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাসসহ জেলা কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত শুক্রবার (১৫ ডিসেম্বর) নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান(বিপিএম-পিপিএম)। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় জন্মগ্রহণ করেন। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে বিএসসি শেষ করেন তিনি। মোহাম্মদ আসাদুজ্জামান ২৫তম বিসিএসের পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগদান করেন তিনি।

 

শেয়ার করুনঃ

156 thoughts on “আইন শৃঙ্খলা বাহিনী ও অপরাধী একসাথে থাকতে পারে না- নবাগত পুলিশ সুপার আসাদুজ্জামান”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১