আইসিটি বিভাগের উদ্যোগে দেশের ৭৩টি গণগ্রন্থাগার ডিজিটালাইজ করা হচ্ছে

সুবর্ণ প্রভাত ডেস্ক : সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের মোট ৭৩টি গণগ্রন্থাগারকে শিগগিরই ডিজিটালাইজ করা হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এ উদ্যোগ নিয়েছে। গতকাল সোমবার আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন প্রজন্মের চাহিদা বিবেচনা করে আধুনিক প্রযুক্তির ব্যবহার কাজে লাগিয়ে জ্ঞানসমৃদ্ধ সমাজ বিনির্মাণে ৭১টি সরকারি ও ২টি বেসরকারি গণগ্রন্থাগারে আইসিটি সফটওয়্যার ও সময়োপযোগি যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে আধুনিকায়ন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এছাড়াও তথ্য ও প্রযুক্তি বিভাগের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, মানসম্পন্ন অন-লাইন সেবা কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে এসব গণগন্থাগারকে ই-লাইব্রেরীতে পরিণত করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৭৩টি গণগ্রন্থাগারকে ডিজিটালাইজড করার উদ্যোগ বাস্তবায়নে রোববার রাতে ভার্চ্যূয়ালি আইসিটি বিভাগ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সমন্বিত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে এ সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, গ্রন্থগার অধিদফতরের মহাপরিচালক আবু বক্কর সিদ্দিক,বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ) মো. এনামুল কবিরসহ তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা জুম-অনলাইনে এ সভায় সংযুক্ত ছিলেন।
পযালোচনা সভায় আইসিটি বিবাগের এ উদ্যোগ বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনার পর জানানো হয়, এসব লাইব্রেরীর প্রতিটির জন্য স্বতন্ত্র লাইব্রেরী ব্যবস্থাপনার ডিজিটাল পদ্ধতি সংযোজিত হবে, যেখানে থরে-থরে সাজানো থাকবে ই-বুক। থাকবে, স্বতন্ত্র শিশু ও মুজিব কর্ণার। প্রতিটি ই-লাইব্রেরী এমন ভাবে সাজানো হবে, যাতে করে পিসি ছাড়াও সব ধরনের মোবাইল থেকেই স্বাচ্ছন্দ্যে গ্রন্থাগারে ভার্চ্যূয়াল প্রবেশের মাধ্যমে পছন্দের বই পাঠক পড়তে পারেন ।
এ ছাড়াও সভায় জানানো হয়, ল্যান নেটওয়ার্কে সংযুক্ত করে লাইব্রেরীগুলোকে ডিজিটাল রূপান্তরে তারহীন প্রযুক্তির ইন্টারনেট সংযোগ, আইপিফোন, বিভাগীয় গ্রন্থাগারগুলোর জন্য আরএফআইডি প্রযুক্তির ব্যবস্থা করবে আইসিটি বিভাগ।

শেয়ার করুনঃ

16 thoughts on “আইসিটি বিভাগের উদ্যোগে দেশের ৭৩টি গণগ্রন্থাগার ডিজিটালাইজ করা হচ্ছে”

  1. Switching from variable to fixed interest rate mortgages allows rate and payment stability at
    manageable penalty cost. Insured top private mortgage lenders in Canada purchases exceeding 25-year amortizations
    now require total debt obligations stay under 42 percent gross income after housing expenses and utilities get
    factored when stress testing affordability. The minimum downpayment is 5% on mortgages approximately $500,000 and 10% above that
    amount for non-insured mortgages.

  2. Major banks, banks, mortgage banks, and Private Mortgage Lenders In Vancouver investment corporations (MICs) all offer mortgage financing.

    Sophisticated house owners occasionally implement strategies like refinancing into flexible open terms with readvanceable
    lines of credit to permit portfolio rebalancing accessing equity
    addressing investment priorities. Renewing much ahead of maturity results
    in early discharge fees and lost interest savings. Insured mortgage purchases exceeding
    25-year amortizations now require total debt obligations stay under 42 percent gross
    income after housing expenses and utilities get factored when stress
    testing affordability.

  3. The minimum advance payment is 5% on mortgages approximately $500,000 and 10% above that amount for non-insured mortgages.
    The maximum amortization period has declined over time from 4 decades prior to 2008 to two-and-a-half decades now.
    Prepayment privileges allow how much mortgage can i get with $70000 salary canada holders to spend down a home financing faster by increasing regular payments or making lump sum payments.

  4. Mortgage Credit Report checks determine approval recommendation feasibility identifying historical patterns indicating
    expectations weigh calculable risks verifying supporting documentation.Mortgage Brokers In Vancouver Title Insurance protects ownership claims validating against legal shortcomings securitizing purchases once
    fee entire holding duration insuring few key documents.
    Many lenders allow doubling up payments or increasing payment amounts annually to settle mortgages faster.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১