আইসিসি বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত

সুবর্ণ প্রভাত স্পোর্টস ডেস্কঃ
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে পুরুষ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। লিগ রাউন্ডের জন্য আজ ঘোষিত ২০ জনের তালিকায় আছেন সৈকত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমানে আইসিসির ইর্মাজিং আম্পায়ার প্যানেলে থাকা সৈকত।বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীনাথ। অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মেনন এবং ধর্মসেনা। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন পল উইলসন এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘লিগ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষনা করা হয়েছে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের অফিসিয়ালদের নাম যথাসময়ে ঘোষনা করা হবে।’
খেলোয়াড়ী জীবনে বাঁ-হাতি স্পিনার সৈকত এ পর্যন্ত ৯টি টেস্ট এবং ৪৩টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন তিনি। যা বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে সর্বোচ্চ। ৫২টি ওয়ানডেতেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈকত। যা বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক ওয়াসিম খান বলেছেন, ‘এই ধরনের ইভেন্ট পরিচালনার জন্য সব ক্ষেত্রেই সেরা পারফরমেন্স করা ব্যক্তিদের প্রয়োজন। আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার, রেফারি এবং ইর্মাজিং গ্রুপের আম্পায়াররা বিশ্বকাপে দক্ষতা-অভিজ্ঞতা এবং মানসম্পন্ন হয়ে আসবে। এই টুর্নামেন্টের জন্য আমরা যে দলটিকে একত্রিত করেছি সেটির জন্য আমরা আনন্দিত।’
আইসিসির ম্যানেজার, আম্পায়ার এবং রেফারি শন ইজি বলেন, ‘ ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করা ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। বিশ্বব্যাপী ক্রিকেট সম্প্রদায়ের চোখ রয়েছে এ ইভেন্টের ওপড়।’-বাসস

শেয়ার করুনঃ

46 thoughts on “আইসিসি বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১