আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ-৯ম শ্রেণির পরীক্ষা

ছবি সংগৃহীত

 সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্কঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল মাদ্রাসাগুলোর (মাধ্যমিক-সমমান) ৬ষ্ঠ থেকে  ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারি শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে।  গতকাল বৃহস্পাতবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়েছে।

চলতি বছরে চলমান শিক্ষাবর্ষে এ ছাড়া অন্য কোন পরীক্ষা নেয়া হবে না। প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়,  কোরআন,মাজিদ ও তাজভিদ, বাংলা, ইংরেজী এবং সাধারণ গণিত বিষয়ে শিক্ষার্থীদের  পরীক্ষা দিতে হবে।

৫০ নম্বর প্রশ্নপত্রে ১ ঘণ্টা ৩০মিনিট ধরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত বিষয়গুলোর  যে সব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সে-সব অধ্যায় এবং গত ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে যে  অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে সেগুলোই হবে দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সিলেবাস।

প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে চলমান সকল বিষয়ের আসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে। এছাড়াও পরিস্কার- পরিচ্ছন্নতা  ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর ১০ নম্বর যোগ করে মোট ১০০ নম্বরের মূল্যায়ন রির্পোট  প্রদান করা হবে।- বাসস

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১