“আঙ্গো বাড়ি নোয়াখালী রয়াল ডিস্টিক ভাই”

Suborno provaat - Shuborno Provaat - সুবর্ণ প্রভাত
              ॥ অধ্যাপক মো. হাশেম ॥

আঙ্গো বাড়ি নোয়াখালী
রয়াল ডিস্টিক ভাই
হেনী-মাইজদী-চৌমুনীর
নাম কে হুনে নাই ॥

টিকট কাডি মানষ যেদিন
চাঁদে যাইবো ভাই
চাঁদের মা বুড়িরে দেইকলে
থাইকবো যে ব্যাটকাই
দমকার বুড়ি নোয়াখাইল্যা
কতা কইবো মিটমিডাই ॥

উলি-কুলি-কোদালি আর
রেইল বাড়িতে
চৈদ্দ আনা নোয়াখাইল্যা
চামড়ার টেনারীতে
জজ-বারিস্টর, উকিল-ডাক্তর
কোন ডিপাটে আমরা নাই ॥

কাতার-ডুবাই-আবুধাবি
মিডেলিস্টে গেলে
শতে শতে নোয়াখাইল্যা
হঁতে-ঘাঁডে মিলে
দেশ-বিদেশে জগৎ জোড়া
নোয়াখাইল্যার রাজতাই ॥

আমরা বালার-বালা একছার বালা
দুষ্ট লোকের যম
মোল্লা-মুন্সি, আলীম-জালীম
কোনটা আঙ্গো কম
বালা-বুরা হগল কামে
এক্কেবারে আগে থাই ॥

উল্লেখিত গানে নোয়াখালী জেলাকে জেলার রাজা বলে অন্য জেলার মানুষের প্রাগৈতিহাসিক কাল থেকে যে সম্বোধন করে আসছে। সে প্রেক্ষিতে আমি উক্ত গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী হিসাবে উক্ত সম্বোধনের পক্ষে এ জেলাবাসীর পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করছি সাংকেতিক ভাষায়। স্পষ্ট করে বলতে গেলে ‘রয়্যাল ডিস্ট্রিক্ট’ নামটি আমরা ধারণ করিনি। তদানীন্তন পূর্ব পাকিস্তানের ১৭টি জেলার মধ্যে এ জেলাকে ভিন জেলার লোকই উক্ত অভিধায় ভূষিত করেছেন তাদের বিচার-বিশ্লেষণ দ্বারা। তাদের সূক্ষাতিসূক্ষ বিচার-বিশ্লেষণে ধরা পড়েছে উপকূলীয় এ জেলার ইতিহাস, ভূগোল, সমাজ-ধর্মবোধ, জীবন সংগ্রাম, আচার-আচরণ, ইতিহাস-ঐতিহ্য এবং আরো বিভিন্ন বৈশিষ্ট্যাবলী। যুগ যুগ বা শতাব্দীব্যাপী তাদের অনুভবের মাধ্যমে যা প্রত্যক্ষ করেছেন তারই ফলশ্রুতিতে জেলা হয়েছে ‘রয়্যাল ডিস্ট্রিক্ট’।
বিগত শতাব্দীর মধ্যাহ্নে আমরা প্রাথমিক বিদ্যালয় সমাপ্ত করে যখন উচ্চ বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে পড়তে নিজ এলাকা ছেড়ে ভিন জেলায় ভর্তির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই, তখন আমার সহপাঠী, শিক্ষক ও বন্ধু-বান্ধব দ্বারা রয়্যাল ডিস্ট্রিক্ট নামে সম্বোধিত হই। তখন বিশেষভাবে আমাদের মনে প্রশ্ন জাগে এ সম্বোধন সম্পর্কে। এমন কতগুলো বিশেষ বৈশিষ্ট্য এ জেলার যা কি অন্য জেলা থেকে স্বতন্ত্র এবং যা এ জেলাকে রয়্যাল করতে সহায়তা করেছে।

দরইয়ার হাড়ের মানষ আমরা
জীবন বাজী ধরি
মহা বিপদ সংকেতেরে
অবহেলা করি
সাগরে যাই ইলিশ ধইত্তাম
দোয়া দুরুদ অড়ি ॥
আঙ্গো বাড়ি দরইয়ার হাড়ে
হাতিয়া-রামগতি
আঙ্গোরেতো বাঁচায় ধরিয়া
ঘটায় ও দুর্গতি
দরইয়ার লগে যুদ্ধ করি
বাঁচি আবার মরি ॥
হ্যাডের ভোকে আগুন জ্বইল্যে
কার কতা কে হুনে
মহা বিপদ সংকেত হুনি
যদিও নিজ কানে
বৌ-ঝিগোরে খাবাই আমরা
ঢেউয়ের লগে লড়ি ॥

উপরের গানে নদীভাঙন, বন্যা, ঝড়-ঝঞ্ঝা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, মহাপ্লাবন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ আঘাত করে এ জেলাকে সর্বকালে সর্বযুগে। তাছাড়া নদীভাঙন, বন্যা, মহাপ্লাবন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ আঘাত করে।

ইদ্দিরিতান মাইজদি শ’র
এতো লাগে বালা
যদিও নাই মাইজদি শ’র
হাঁচতালা-দশতালা
নিজের মাতো মহারানী যদিও হয় কালা
মা-জননী মহারানী যদিও হয় কালা ॥
লন্ডন গেলাম দিল্লী গেলাম
মাইজদির মতো নয়
মুরি-চিড়া-খই কি আর
ভাতের মতোন অয়,
মা’র মতোন কি ওইতো হারে
চাচী-জেডি-খালা ॥
নোয়াখালী হুরান শ’র
দরইয়ায় নিছে ভাঙ্গি
মাইজদি বানাইছে শ’র
হালা-কিলা টঙি
অফিস-আদালত বানাইয়াছে
গদা কাডের হালা ॥
হিয়ার হরে মাইজদি শ’র
নিতো চাইছে হেনী
এক গল্লিয়া মাইজদিরে লই
কত্তো টানা-টানি
ছোলাই-বোলাই নিতো চাইছে
আঙ্গো গলার মালা ॥

উপরের গানে ঐতিহ্যের ধারক ও বাহক এ জেলা সদরের নাম ‘নোয়াখালী’ নয়। জেলা সদরটি মাইজদী নামে পরিচিত সর্বত্র।

“উড়ের হর্দার নোয়াখাইল্যা
কোন মিছিলে নাই
’৫২তে গুলি খাইছে
ঢাকা শহর যাই
নাম ওইছে সালাম
শহীদ ওইছে কইচ্ছে এককান
কামের মতো কাম
জীবন দিও রাইকছে হেদিন
নোয়াখাইল্যার নাম ॥

আগরতলা ষড়যন্ত্রের
মামলা তুলি নিলো
একে একে আসামীরা
খালাশ ওতো হাইলো
সার্জেন্ট জহুরুল হক মরি
তুঙ্গে নেয়, সংগ্রাম ॥

মিছিল-মিটিং ব্যারিকেডে
আঙ্গো জুড়ি নাই
স্বাধীন বাংলার ফ্ল্যাগ উড়ায়
আ.স.ম বর যাই
বীরশ্রেষ্ঠদের মধ্যে একজন
রুহুল আমিন নাম ॥

’৫২তে মনির চোদ্রি
কবর নাটক লেখলো
’৭১-এ মোফাজ্জল ও মনির
চৌদ্রি মইল্লো
জহীর রায়হান শহীদ উল্যা
কায়সাররে আরাইলাম ॥

মিটিং-মিছিল জমেনারে
নোয়াখাইল্যা বিদে
কামান-বন্দুক মানেনারে
টগবগ করে জিদে
মালেক উকিল-কমেরড তোহার
নামই তো সংগ্রাম
শহীদ অয় ন হেই কারণে
গাজী নাম দিলাম ॥

উপরের এ গানে নোয়াখালীর লোককে উড়ের হর্দার বলা হয়ে থাকে। উড়ের হর্দার মানে মিছিল, মিটিং, ব্যারিকেড, জ্বালাও-পোড়াও (বৃহত্তর জাতীয় স্বার্থে) ইত্যাদিতে লিডার বা নেতৃত্বে এ জেলার লোকই দক্ষ ও অভিজ্ঞ। তারই জীবনচিত্র তুলে ধরা হয়েছে।

নোয়াখালীত্ চোদ্রি বেশী
ক’জনের নাম কমু
তাগো মধ্যে দুই-চারজনের
হরিচয় আইজ দিমু
বিসমিল্লাতে মনির চোদ্রির
নামটা আগে লমু ॥

দুই লম্বরে কবির চোদ্রি
মনির চোদ্রির ভাই
কবির চোদ্রি আইজো আছে
মুনির চোদ্রি নাই
মুক্তিযুদ্ধে শহীদ ওইছে
আরনি তারে হামু ॥

ভি.সি মতিন চোদ্রি ভি.সি
মুজাফফরও চোদ্রি
ভিসি এ. কে. আজাদ আর
এফ. রহমান চোদ্রি
আর কইতান্নি দরকার ওইলে
মেলা ভিসি হামু ॥

তিনো ভাইয়ে চোদ্রি একজন
মোফাজ্জল হায়দার
বাংলা একাডেমীর সচিব
লুৎফুল হায়দার
এহতেশাম হায়দার চোদ্রির
নামটা এবার লমু ॥

বদরুল হায়দার চোদ্রি আবার
মোতাহের হোসেন চোদ্রি
হাবিব উল্যা বাহার আর
ইকবাল বাহার চোদ্রি
জোহুর হোসেন, কাইয়ুম চোদ্রির
নামটা এবার কমু ॥

উপরের গানে ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি, ধর্ম-কর্ম, জজ-ব্যারিস্টার, উকিল-ডাক্তার, অধ্যাপক-ভিসি, প্রকৌশলীসহ জীবনের প্রত্যেক স্তরে বিশিষ্টজনদের প্রাধান্য নোয়াখালীবাসীর। প্রত্যেক স্তরে না গিয়ে আমরা শুধু শিক্ষা ক্ষেত্রটাকে একটু দৃষ্টিপাত করেছি। কারণ যে জাতি বা দেশ বা অঞ্চল শিক্ষায় অগ্রগামী তারা অন্য সবক্ষেত্রে অগ্রগামী হবে তাতে কোনো সন্দেহ নেই। তার প্রমান ও সত্যতার প্রতি দৃষ্টিপাত করা হয়েছে।

ঘরে-ঘরে মালানা আর
ঘরে-ঘরে মৌলবী
নোয়াখালী জিলার এমনই খুবী
সুন্নতি লেবাস মাইনষের মাতায় টুবি ॥

এমন জিলা নোয়াখালী
শতকরা তো নব্বই জনের সুন্নতি দাঁড়ি
মক্তবে-মক্তবে হড়ায়
কোরান-কিতাব আরবী ॥

কোনাই আছে এত মাদ্রাসা
বড়-বড় হাফেজ-কারী
দেশ বাছা-বাছা
দেশ-বিদেশে ওয়াজ করে
ফিরিস্তার মতন ছবি ॥

আঙ্গোরে কয় ২য় আরব
আমরা বলে খাইছি আল্লা
নামের শরাব
দেইকতে-হুইনতে লাগে যেমন
রুসুলুল্লার সাহাবী ॥

এ গানে ইসলামী জ্ঞান-গরিমান ক্ষেত্রে এ জেলা মাওলানা-মৌলবী-হাফেজ-ক্বারী, ইমাম, মুয়াজ্জিন, মুফতি প্রভৃতি বিশিষ্ট ও বিদগ্ধ ব্যক্তিগণ যুগ যুগ ধরে এদেশের বিভিন্ন জেলার দুর্গম অঞ্চলে গিয়ে সেখানকার মানুষকে নামাজ, রোজা, সুরা-ক্বেরাত, মাসলা-মাসায়েল যে শিক্ষা দিয়েছেন তার প্রমান না চাইতেই পাওয়া যাবে অজস্র।

লেখক : প্রয়াত গীতিকার, সুরকার ও শিল্পী এবং নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট।

শেয়ার করুনঃ

388 thoughts on ““আঙ্গো বাড়ি নোয়াখালী রয়াল ডিস্টিক ভাই””

  1. Professional Psychology: Research and Practice, 34, 132—140.
    to find the best value deal | Online pharmacy serves you at doxycycline hyclate vs monohydrate for your next medicine purchase.
    Physicians and other healthcare professionals may also receive Continuing Medical Education CME credits at no cost by completing electronic educational programs co-developed by MedPage Today and The University of Pennsylvania School of Medicine, Office of Continuing Medical Education.

  2. Interestingly, many of the symptoms of mold poisoning, Lyme disease and even gluten sensitivity appear to overlap.
    Make sure that when you flagyl vs metronidazole help?
    Meta-analyses of neuroimaging studies in major depression reported that, compared to controls, depressed patients had increased volume of the lateral ventricles and adrenal gland and smaller volumes of the basal ganglia, thalamus, hippocampus, and frontal lobe including the orbitofrontal cortex and gyrus rectus.

  3. This app even lets you know how medications that you are taking will affect the reading of this very vital sign.
    coverage you have now.Lock in the best deal on ivermectin uk from trusted online providers at reduced prices
    Blood tests used to diagnose some common types of anemia may include: Blood levels of iron, vitamin B12, folic acid, and other vitamins and minerals Red blood count and hemoglobin level Reticulocyte count Other tests may be done to find medical problems that can cause anemia.

  4. Some causes of anaemia are more serious than others and it is important to find the reason for anaemia.
    are Internet sites that will help you to compare prices for price of ivermectin tablets after comparing prices
    In work evaluations, concentration, persistence, or pace is assessed by testing your ability to sustain work using appropriate production standards, in either real or simulated work tasks e.

  5. Our research has clearly proven that mold toxicity causes the following psychological and neurological disorders: Anxiety, Brain Fog, Bipolar symptoms, Chronic Fatigue, Depression, Insomnia, Irritability, Memory Loss, Multiple Sclerosis, Neuropathy, OCD, Panic Disorder and Seizure Disorders.
    Do all pharmacy websites offer stromectol uk when you find a great deal
    Written or reviewed by a board-certified physician.

  6. They are now selling something called ‘Borax substitute’ and no-one will give me a straight answer as to why they won’t sell Borax.
    the best options provided by trustworthy pharmacies before you silkroad online pharmacy reviews include comparing prices from online pharmacies
    The vaccines work best if given before a person becomes sexually active and, at the moment, UK vaccine strategies at targeted at school-aged girls.

  7. In the first few weeks of pregnancy, the body produces a hormone called human chorionic gonadotropin, which increases blood flow to the pelvic region, causing women to have to urinate more often.
    Shop around for cheap prices on tadalafil 20 mg side effects directory that lists online pharmacy websites?
    Except for people in monogamous relationships with uninfected partners, everyone who is sexually active is at risk for genital herpes.

  8. I believe this is an example of journalism aiming to present a balanced treatment of a question but in reality giving one side more exposure than is deserved or needed.
    in sex.The efficiency of the medicines when you sildenafil walmart effective if you’re over 65 years old?
    Diabetes is a condition characterized by high blood sugar glucose levels, and Type 2 diabetes is the most common form.

  9. Because targeted therapy drugs do not work as systemically as chemotherapy or hormone-blocking drugs, they tend to cause fewer widespread side effects, although they also carry risks of their ownChemotherapy needs to be tailored to the type of cancer involved.
    To buy sildenafil with alcohol , when we have the brand product you need?
    Six aspects of the history exam and the presence of at least four of seven physical symptoms provide the best method for diagnosing appendicitis without the aid of surgical methods.

  10. In an effort to keep your practice full of healthy, happy patients — and to obtain new patients — it is important to maintain fresh, rich content specific to your practice.
    Many online pharmacies you can tadalafil back pain Read more about erectile dysfunction here.
    Physicians and other health care professionals need to be aware of and follow the most current information on food safety.

  11. The answers to these questions can help determine whether a child is fighting the flu or combating a cold:If most of your answers fell into the first category, chances are that your child has the flu.
    prices are available from pharmacies online that want you to how to take tadalafil from respected online pharmacies if you’d prefer great deals
    I heard about “toxic molds” that grow in homes and other buildings.

  12. As we have discussed in other reports on this web site, excessive carbohydrate intake has a toxic effect on our autonomic nervous system.
    If I take vardenafil com at discounted prices
    Carbonell and colleagues99,100,101 performed multiple clinical studies of methotrexate and misoprostol using complicated treatment regimens in which all women were instructed to douche with boiled water the night prior to misoprostol administration and to dampen each misoprostol tablet with 2 to 3 drops of water prior to insertion.

  13. Built to accompany your searching needs, items found in BrowZine can easily be synced up with Zotero, Dropbox or several other services to help keep all of your information together in one place.
    Discover great offers you can use to what’s tadalafil pills here are sold below whole
    Vaginal rings and skin patches double the odds of getting a blood clot compared with the lower-risk pills, according to a Danish study, possibly because the amount of estrogen absorbed from patches is 60 percent higher than the amount delivered by oral contraceptives.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮