সুবর্ণ বিনোদন কর্ণার ডেস্ক : তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তার হবু স্ত্রী নাম শাম্মা। তিনি আমেরিকা প্রবাসী।
অপূর্ব জানান, গায়ে হলুদ হয়নি। আজ রাজধানীর রাজারবাগ এলাকায় একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেন অপূর্ব। পরের বছরের ফেব্রুয়ারিতে তাদের ডিভোর্স হয়ে যায়। ওই বছরের ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব।
গত বছর নাজিয়া হাসান অদিতির সঙ্গে অপূর্বর দ্বিতীয় সংসার ভেঙে যায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুক পোস্টে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।
প্রাক্তন স্ত্রী নাজিয়ার প্রতিক্রিয়া : ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব আবারও বিয়ে করছেন। পাত্রীর নাম শাম্মী দেওয়ান। যিনি আমেরিকা প্রবাসী। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তার বিয়ে। এদিকে অপূর্বর তৃতীয় বিয়ের খবর শুনে দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ্! নব বিবাহিতদের জন্য শুভ কামনা।’
যদিও অদিতি কারো নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই, স্ট্যাটাসটি প্রাক্তন স্বামী অপূর্বকে নিয়েই লিখেছেন। মন্তব্যের ঘরে অদিতির অনুসারীরা অপূর্বর নাম উল্লেখ করে নানা সমালোচনা করছেন।
অনেকের মতে, শাম্মীর সঙ্গে প্রেমের কারণেই অদিতির সঙ্গে বিচ্ছেদ করেছেন অপূর্ব। কেউ কেউ অদিতিকে ধন্যবাদও জানিয়েছেন, এ বিষয়ে মুখ খোলার জন্য।
২০১০ সালে অভিনেত্রীকে প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। তবে এক বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এই অভিনেতা। দীর্ঘ ৯ বছর সংসার করার পর ২০২০ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। আয়াশ নামের এক পুত্র সন্তান রয়েছে প্রাক্তন এই দম্পতির।