আদালতের নির্দেশে তিন মাস পর গৃহবধূর লাশ লাশ উত্তোলন

নিজস্ব প্রতিনিধি

আদালতের নির্দেশে তিন মাস ২৩ দিন পর সদর উপজেলার উত্তর শুল­ুকিয়া গ্রামের গৃহবধূ মারজাহান বেগমের মরদেহ রবিবার সকালে পারিবারিক কবর থেকে উত্তোলন করা হয়েছে। নোয়াখালী সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহের আদালত মারজাহান বেগমের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। তিনি জানান, তার তার উপস্থিতিতে মারজাহান বেগমের লাশ উত্তোলন করা হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে তার লাশ দাফন করা হয়।

জানাযায়, মারজাহান বেগম গত ৩ এপ্রিল মারা যান। এর পর পুত্রবধূ মারজাহানকে হত্যার অভিযোগ এনে গত ১৬ জুন তার শাশুড়ি রহিমা বেগম নোয়াখালী সদর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় তার স্বামী আবদুল খালেক, সৎ ছেলে মো. সোহাগ ও রাজু ও সৎ মেয়ের স্বামী জামাল উদ্দিনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নেন। ৬ জুলাই মারজাহানের স্বামী সোহাগকে (৩০) গ্রেফতার করে পুলিশ।
রহিমা বেগমের অভিযোগ মারজাহানকে হত্যা করা ঘটনা জেনে যাওয়ার পর তিনি এ নিয়ে প্রতিবাদ করায় আসামীরা তাকে দুই মাসের বেশি সময় ঘরে আটকে রাখে। পরে কৌশলে স্বামীর বাড়ি থেকে বের হয়ে এসে আদালতে মামলা করেন।

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০