সোনাইমুড়ী প্রতিনিধি : আমরিকার ম্যানহ্যাটনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামের সালাউদ্দিন বাবলুর। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাবলু ম্যানহ্যাটনে খাবার ডেলিভারির কাজ করছিল। এ সময় একদল ছিনতাইকারী তার ব্যবহৃত বাইকটি ছিনতাই করতে আসে।
তখন ছিনতাইকারীদের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ম্যানহ্যাটনের বেলভিউ হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ৫৫ মিনিটে হাসপাতালে সালাহ উদ্দিন বাবলুর মৃত্যু হয়। বাবলুর মৃত্যুর সংবাদে ম্যানহ্যাটন বাঙালি কমিউনিটিতে ও নিহতের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।