আল্লাহর পাঁচটি বিশেষ অনুগ্রহ লাভ

সুবর্ণ ইসলাম কর্ণার ডেস্ক : রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা পাঁচটি বিশেষ জিনিস দান করেছেন। যা পূর্বের কোনো নবি-রাসুলকে দেয়া হয়নি। হাদিসে এসেছেÑ হজরত যাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছন, আমি পাঁচটি জিনিস প্রাপ্ত হয়েছি যা আমার পূর্বে অন্য কেউ পায়নি।
ক. এক মাসের পথ দূরে থাকতেই দুশমন আমার ভয়ে ভীত-সন্ত্রস্ত হবে। এমন শক্তি ক্ষমতা দিয়ে আমি সাহায্যপ্রাপ্ত হয়েছি।
খ. পৃথিবীকে আমার জন্য মসজিদ ও পাক-পবিত্র করা হয়েছে। তাই আমার উম্মতের যে কোনো ব্যক্তি, যে স্থানে নামাজের সময় হবে, সেখানেই নামাজ আদায় করতে পারবে।
গ. গণীমতের মাল (যুদ্ধলব্ধ) আমার জন্য হালাল করা হয়েছে। যা আমার পূর্বে অন্য কারো জন্য হালাল ছিল না।
ঘ. আমাকে সুপারিশের ক্ষমতা দেয়া হয়েছে।
ঙ. পূর্ববর্তী নবি-রাসুলগণ গোষ্ঠী কেন্দ্রিক ছিলেন। আর আমাকে প্রেরণ করা হয়েছে সমস্ত মানুষের প্রতি। (বুখারি ও মুসলিম)
সুতরাং আল্লাহ তাআলা সমগ্র উম্মাহকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাঁচটি বিশেষ অনুগ্রহের বরকত দান করুন। আমিন।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১