সুবর্ণ প্রভাত ডেক্স
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বরিশালে ইউএন’র বাসভবনে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহিলা আওয়ামী লীগের শোক দিবসের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, এই হামলায় যারাই জড়িত থাকুক অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে। নিজ দলের হলেও কোনো ছাড় দেয়া হবেনা। এ অনুষ্ঠানে
মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম । – বাসস