ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেগমগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে দলীয়ভাবে যাদের নাম ইউনিয়ন অনুসারে তালিকায় প্রকাশ করা হয়েছে।
তারা হলেন, আমানউল্যাপুরে মো. আরিফুর রহমান মাহমুদ, গোপালপুরে কামরুল হুদা, জিরতলীতে রফিকুল ইসলাম, আলাইয়ারপুরে মো. গিয়াস উদ্দিন,ছয়ানীতে মো. সাহাদাত হোসেন, রাজগঞ্জে মোস্তাফিজুর চৌধুরী, একলাশপুরে আলমগীর কবির ভূইয়া, বেগমগঞ্জে মো. মোস্তফা কামাল, নরোত্তমপুরে মো. হারুন,দূর্গাপুরে আবেদ সাইফুল কালাম,কুতুবপুরে নুরুল হুদা,রসুলপুরে নুরুল হোসেন, হাজিপুরে মো. শাহ আজিম,শরিফপুরে মো. আমিনুর রসুল ও কাদিরপুরে মো. সালাহ উদ্দিন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দাপে বেগমগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর।
বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহাত তানভীর জানান, আগামী ১৭ অক্টোবর মনোনয়ন দাখিলের শেষ দিন,২১ অক্টোবর মনোনয়ন বাচাই,২৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার এবং ২৭ অক্টোবর প্রতিক বরাদ্ধ দেয়া হবে।