প্রশাসনের ব্যাপক প্রস্তুতি- কাল নোয়াখালীর কবিরহাট পৌরসভা ও দুই উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন

ছবি সংগৃহীত

সুবর্ণ প্রভাত ডেস্কঃ নোয়াখালীর কবিরহাট পৌরসভা ও সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী কাল  সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানাযায়, কবিরহাট পৌরসভায় শুধু পুরুষ ও মহিলা কাউন্সিলার  পদে প্রার্থীদের  নির্বাচন অনুষ্ঠিত হবে।  মেয়র পদে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায়  একমাত্র প্রার্থী বর্তমান মেয়র জহিরুল হক রায়হানকে  বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষনা করা হবে কাল।

অন্যদিকে  ইউনিয়ন পরিষদ নির্বাচনে  সুবর্ণচর  উপজেলার  ৮টি ইউনিয়নের  মধ্যে ৬টিতে নির্বাচন  হবে কাল।  ইউনিয়নগুলো হচ্ছে চরবাটা, চরক্লার্ক, চরওয়াপদা, চর আমানউল্যাহ, পূর্ব চরবাটা ও মোহাম্মদপুর।  হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নির্বাচন  হবে কাল । ইউনিয়নগুলো হচ্ছে চর ঈশ্বর, চরকিং, তমরদ্দি, সোনাদিয়া, বুড়িরচর, জাহাজমারা ও নিঝুমদ্বীপ।

জেলা নির্বাচন  কর্মকর্তা  মো. রবিউল আলম  জানান, কবিরহাট পৌরসভায় ৯ টি, সুবর্ণচর  উপজেলায় ৫৬ ও  হাতিয়া উপজেলার  ৮৬ টি ভোট কেন্দ্র। এ সব ভোট কেন্দ্র সবগুলো গুরুত্বপূর্ণ।

এ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য  জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন  ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা প্রশাসন  ও পুলিশ প্রশাসন সূত্রে জানাযায়, নির্বাচনের সার্বিক পরিস্থিতির  তদারকি করবেন জেলা প্রশাসক  মোহম্মদ খোরশেদ আলম খান ও  পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম।  এছাড়াও  কবিরহাটে অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজিমুল হায়দার ও    সদর সাকের্লের অতিরিক্ত পুলিশ সুপার মো. আকরামুল হাসান, সুবর্ণচর  উপজেলায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো.তারিকুল  আলম. অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) দীপক জ্যোতি খীসা ও  বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মোহাম্মদ ইমরান এবং  হাতিয়া উপজেলায় স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়াটার) খালেদ ইবনে মালেক ও চাটখিল সার্কেলের এএসপি সাইফুল আলম খান  সার্বিক পরিস্থিতির তদারকির অতিরিক্ত দায়িত্ব  নিয়োজিত থাকবেন।

আরো জানাযায়, নির্বাচনে  হাতিয়ায় ৩ জন জুডিশিয়াল  ম্যাজিষ্ট্রেট  ও ১৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট , সুবর্লচরে জেলা ১জন জুডিশিয়াল  ম্যাজিষ্ট্রেট  ও ১১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট  এবং  কবিরহাটে ১জন জুডিশিয়াল  ম্যাজিষ্ট্রেট  ও ১১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন  নির্বাচনী  দাযিত্ব পালান করবেন। নির্বাচন চলাকালে  ৩৯জন পুলিশ পরির্দশক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ১ হাজার ৩৯৪ জন পুলিশ সদস্য , ২ হাজার ৪৯০জন আনসার সদস্যের পাশাপাশি ৬ প্লাটুন বিজিপি সদস্য, র‍্যাব ও কোষ্টগার্ডের সদস্যরা আইন শৃংখলার দায়িত্বে নিয়েজিত থাকবেন।

অপর দিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে  গতকাল শনিবার শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কবিরহাট পৌরসভা, সুবর্ণচর  ও হাতিয়া   উপজেলায় ইউনিয়ন  পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়।  জেলা  প্রশাসক  মোহাম্মদ খোরশেদ আলম  খানের সভাপতিতে এ সভায়  প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী।

এ সময়  উপস্থিত ছিলেন বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট জেনারেল আবদুর রহিম,  নোয়াখালীর  পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপি এম, র‍্যাব -১১ লক্ষীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায়   প্রধান অতিথি  প্রশাসনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে  ভোট গ্রহন  সম্পন্ন করতে  এবং নির্বাচনের আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা  গ্রহনের  নির্দেশনা  দেন।

জেলা প্রশাসক  বললেন, আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই । নির্বাচনের দিন  ভোট কেন্দ্রে  বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিক সে  কেন্দ্রে  ভোট বন্ধ করে দেওয়া হবে।  ভোট কেন্দ্রগুলোতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট, পর্যাপ্ত পুলিশ, বিজিবি, ‌র‍্যাব, আনসার ও নিয়োগিত থাকবে।

আজ রবিবার হাতিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করতে হাতিয়ায় যান জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ।এসময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনে নিয়োজিত পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০