ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ সেনবাগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সেনবাগ প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যার্তদের মাঝে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে এবং ইম্প্যাক্ট ফাউন্ডেশন ইউকে এর আর্থিক সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বিরাহীমপুর দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসায় ১১০ জন, কেশাড়পাড় ইউনিয়নের খাজুরিয়া সর্দারপাড়া জামিয়া মোহাম্মদীয়া মাদ্রাসায় ৩৭৫ জন এবং কেশারপাড় বেলাল ব্রিকস্ ফিন্ডে ৩১৫ জনসহ মোট ৮০০ জনের মাঝে জরুরী ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রীর মাঝে ছিল চাল ১০ কেজি, আলু-২ কেজি, ডাল- ১ কেজি, তেল- ১ লিটার, পেঁয়াজ- ১ কেজি, লবন- ১ কেজি, সাবান- ১টি, গুঁড়া দুধ- ২০০ গ্রাম, সুজি- ১ কেজি, চিনি- ১ কেজি, লাইটার- ১টি, স্যানিটারি প্যাড-১ প্যাকেট ও খাবার স্যালাইন- ৬টি।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্ত বোরহান উদ্দিন, সেনা কর্মকর্তা রমিজ সারোয়ার, পরিবেশ সংগঠক হাবিব মজুমদার এবং ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (অর্থ ও প্রশাসন) মোঃ মনজুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১