সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্কঃ লেবানন আজ মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে ইসরাইলি বোমা হামলায় মৃত্যুর সংখ্যা ৫৫৮ জনে দাঁড়িয়েছে।
২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধের পর থেকে সহিংসতার সবচেয়ে মারাত্মক দিন হিসেবে দেখা হচ্ছে।
লেবাননের রাজধানী বৈরুত থেকে এএফপি স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘এখন পর্যন্ত, স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০ শিশু ও ৯৪ নারীসহ ৫৫৮ জনের মৃত্যু রেকর্ড করেছে। -বাসস
তিনি বলেন, এই পরিসংখ্যান স্পষ্টত ইসরাইলের দাবিকে মিথ্যা প্রতিপন্ন করে। তারা বলেছিল যে তারা কেবল যুদ্ধ বাহিনীকে লক্ষ্যবস্তু করছে। দুর্ভাগ্যবশত, সত্য হলো যে গতকালের হামলায় নিহতদের সবাই না হলেও বিশাল সংখ্যাগরিষ্ঠ মানুষ নিরস্ত্র, যারা তাদের বাড়ি-ঘরে নিহত হয়েছে।
তিনি বলেন, এ হামলায় মোট ১,৮৩৫ জন আহত হয়েছেন, যারা ৫৪টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহতদের মধ্যে চারজন রিসালা স্কাউট অ্যাসোসিয়েশনের উদ্ধারকর্মী। এরা হিজবুল্লাহর মিত্র আমালের সাথে যুক্ত।
বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র এবং জরুরি প্রতিক্রিয়া পরিচালনা করে দক্ষিণ লেবাননে অপারেশন।
আবিয়াদ আরো বলেন, মঙ্গলবার সীমান্তের কাছে বিনতে জবেল হাসপাতালে ইসরাইলি হামলায় ১৬ জন জরুরি কর্মী এবং দমকলকর্মী আহত হয়েছেন।
আবিয়াদ শুক্রবার দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাত শিশুসহ ৫৫-এ দাঁড়িয়েছে বলে জানান। এ হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের প্রধান ইব্রাহিম আকিল নিহত হন।
এর আগে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ওই হামলায় ৪৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
ইসরাইলি হামলায় ৫০ শিশুসহ ৫৫৮ জন নিহত: লেবানন
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ২৪, ২০২৪
- ৮:১১ অপরাহ্ণ

1 thought on “ইসরাইলি হামলায় ৫০ শিশুসহ ৫৫৮ জন নিহত: লেবানন”
قنوات الكابلات الكهربائية (المعدنية) يفخر مصنع إيليت بايب في العراق بتقديم قنوات الكابلات الكهربائية (المعدنية) ذات الجودة العالية، المصممة لتوفير قوة وحماية فائقة لأنظمة الأسلاك الكهربائية. تم تصميم قنواتنا المعدنية لتحمل الظروف القاسية، مما يوفر حماية قوية ضد الصدمات الميكانيكية والتداخل الكهرومغناطيسي. مثالية للتطبيقات الشديدة، هذه القنوات ضرورية لضمان سلامة وموثوقية التركيبات الكهربائية. كأحد الأسماء الرائدة في الصناعة، يتميز مصنع إيليت بايب بجودة عالية وموثوقية في إنتاج القنوات المعدنية التي تلبي أقسى المعايير. اكتشف المزيد على موقعنا: elitepipeiraq.com.