নিজস্ব প্রতিনিধিঃবাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে।বৃহস্পতিবার নোয়াখালীর জেলা শহর মাইজদীর নবাব কনভেনশন হল এন্ড রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোবিপ্রবি শাখার নব নির্বাচিত সভাপতি এস এম রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ রায়হান আলী বলেন, আওয়ামী স্বৈরাচারকে এই দেশ থেকে উৎখাত করা হলেও তার দোসররা এখনও বাংলার মাটিতে তাদের অপকর্ম করে যাচ্ছে। নারী নির্যাতন, খুন, ধর্ষণের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। স্বৈরাচারের দোসরা যাতে এদেশে আর কখনো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সব সময় সকল নৈরাজ্য এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে। কারণ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস একটি সুশৃংখল ন্যায়নীতি ভিত্তিক ইসলামি ছাত্র সংগঠন। তিনি এই সংগঠনের সুশীতল ছায়াতলে আসার জন্য নবীনদের স্বাগত জানান ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু সালমান , খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মোর্শেদ আলম মাছুম, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ এর গণিত বিভাগের প্রভাষক মো. সুলাইমান, খেলাফত মজলিস জেলা বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান ফুয়াদ , খেলাফত মজলিস জেলা অফিস সম্পাদক তাজুল ইসলাম মাহমুদ , ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক ইসমাইল হোসেন, খেলাফত মজলিস নোয়াখালী শহর সভাপতি পেয়ার আহমেদ হুযাইফা, ছাত্র মজলিস নোয়াখালী জেলা সভাপতি ইয়াকুব মিয়াজী ও নোবিপ্রবি শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ইসলামী ছাত্র মজলিস নোবিপ্রবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সুবর্ণ প্রভাত
- মার্চ ১৪, ২০২৫
- ৮:১১ পূর্বাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
