সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্ক : সৌদি কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে,তারা প্রতিবেশি দেশ ইয়েমেন থেকে চালানো দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে। দেশটির দক্ষিণের ইস্টার্ন প্রদেশ ও নাজরান এলাকা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর এএফপি’র।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট এএফপি’কে বলেছে, ‘তিনটি ড্রোন হামলার পাশাপাশি দু’টি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে।’
এ জোটের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্র পরিচালিত আল-ইকবারিয়া টেলিভিশনেও এসব হামলা ঠেকিয়ে দেয়ার খবর পরিবেশন করা হয়। তাদের খবরে আরো বলা হয়, জোট বেসারিক নাগরিকদের রক্ষায় ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ করবে।
সেখানে এসব হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার চারদিন পর এসব হামলা চালানো হলো। সেখানে ওই ড্রোন হামলায় আটজন আহত ও একটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়।
জাতিসংঘের ইয়েমেন বিষয়ক নতুন রাষ্ট্রদূত হ্যান্স গ্রান্ডবার্গ রোববার আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব নিতে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এসব হামলা চালানো হলো।
হুতি বিদ্রোহীরা সানা দখল করে নেয়ার পরপরই ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া সরকারের পক্ষে ইয়েমেন যুদ্ধে সৌদি আরব হস্তক্ষেপ করে। -বাসস।
ইয়েমেন থেকে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে সৌদি
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ৫, ২০২১
- ১:২৩ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
সোনাইমুড়ী উপজেলা যুবদলের সভাপতি গ্রেফতার
•
নভেম্বর ২৯, ২০২৩
আয়কর বিবরণী জমার সময় বাড়লো দুই মাস
•
নভেম্বর ২৯, ২০২৩
ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র দাখিল
•
নভেম্বর ২৯, ২০২৩
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
