উপজেলা নির্বাচন: সেনবাগে ঢোল বাদ্য ও গানের তালে তালে প্রার্থীদের প্রচারনা জমজমাট

খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃআগামী ২১ মে অনুষ্ঠিতব্য নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢোল বাদ্য ও গানের সুরে সুরে চলছে প্রার্থীদের জমজমাট প্রচার প্রচারনা। দুপুর থেকে এ প্রচার প্রচারনা শুরুর পর চলে রাত ৮টা পর্যন্ত। তবে সন্ধ্যার পর পরই স্থানীয় হাট বাজার গুলোতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সমর্থনে ঢোল বাদ্য ও গানোর তালে তালে চলে প্রচারনা।
উপজেলা নির্বাচন অফিস সূত্র মতে- সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীদের মধ্যে সকল প্রার্থীই আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বা আওয়ামীলীগ নেতাদের স্ত্রী। সেনবাগ পৌরসভা ও উপজেলার অপর নয়টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লক্ষ ৫৩ হাজার। ভোট কেন্দ্রের সংখ্যা ৮৯টি।
এদের মধ্যে চেয়ারম্যান পদে নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলমের পুত্র সাইফুল আলম দিপু (আনারস প্রতিক) ও সেনবাগ পৌরসভার সাবেক দুই বারের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের তিনবারের সাবেক সাধারন সম্পাাদক আবু জাফর টিপু (দোয়াত কলম প্রতিক) নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা করে যাচ্ছে। তাই এখানকার দলীয় নেতাকর্মিরাও দুই ভাবে বিভক্ত হয়ে পড়েছে।
তবে অপর প্রার্থীদের মধ্যে সাবেক জাতীয় পার্টির সেনবাগ উপজেলা শাখার আহবায়ক হাসান মনজুর দোয়াত কলমের প্রার্থী আবু জাফর টিপুকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে অপর চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (বর্তমানে পদ স্থগিত) লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও সাবেক ছাত্রলীগ নেতা একেএম জুয়েল আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও কাউকে সমর্থন দেননি। অপর প্রার্থী সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জাফর আহমেদ চৌধূরী কোন তৎপরতা নেই।
নির্বাচনে চেয়ারম্যান পদে এবার মুল প্রতিদ্বন্দ্বিতা হবে সাবেক মেয়র আবু জাফর টিপু ও এমপি পুত্র সাইফুল আলম দিপুর মধ্যে।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কবির (মাইক প্রতিক), এমপি মোরশেদ আলমের স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী (তালা প্রতিক), সেনবাগ পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শাহরিয়ার আলমগীর আলো (টিয়া পাখি প্রতিক), উপজেলা যুবলীগ নেতা দিদারুল ইসলাম দিদার (চশমা প্রতিক) প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগ নেতা আবু বক্কর চেয়ারম্যানের স্ত্রী মরিয়ম সুলতানা (কলস প্রতিক), সেনবাগ উপজেলা আওয়ামী লীগ নেতা মরহুম বোরহান উদ্দিন লিটনের স্ত্রী মাদ্রাসা শিক্ষক আমেনা বেগম (পদ্ম ফুল প্রতিক), আওয়ামী লীগ নেত্রী ফেরদাউস আরা রুপালী চৌধূরী ( সেলাই মেশিন প্রতিক) ও জাহানার বেগম ( ফুটবল প্রতিক) নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্রার্থী সেনবাগ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাাদক রেজিয়া আক্তার বকুল- তার বড় ভাই মাইক মার্কা নিয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম কবিরের জন্য ভোট চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
প্রসঙ্গতঃ- এবারের নির্বাচনী প্রচারনার প্রথম দিকে বাদ সেজেছে প্রবল বৃষ্টি। ভোট চেয়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রার্থীদের নানা রংযের পোষ্টার সাঁটানোর পর পরই বৃষ্টিতে ভিজে মুর্হুতে শেষ হয়ে পড়ে যাচ্ছে। তবে এতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন চলছে প্রখর তাপদাহের মধ্যে প্রচারনা।

 

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১