এইচএসসিতে সেনবাগের লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ পাশের শীর্ষে

খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃ আজ মঙ্গলবার প্রকাশিত এইচএসসির প্রাপ্ত ফলাফলে এবারও কুমিল্লা বোর্ডের মধ্যে নোয়াখালীর সেনবাগের লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ পাশের শীর্ষে রয়েছেন। এ কলেজ থেকে এবার ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে একজন জিপিএ -৫ সহ মোট ১৩২ জন পরীক্ষার্থী পাশ করেন। পাশের হার শতকরা ৯১.৬৭। এ কলেজ বিগত দুইবার কুমিল্লা বোর্ডের মধ্যে ফলাফলের দিক থেকে শীর্ষে থাকার গৌরব অর্জন করে।
ফলাফল প্রকাশের পর আজ দুপুরে কলেজ ক্যাম্পাসে কৃতকার্য শিক্ষার্থীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ লায়ন জাহাঙ্গীর আলম মানিক। তিনি এ সময় কলেজের ভালো ফলাফলের জন্য কলেজের শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রম, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বর্তমান সরকারের গৃহীত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন কারনে তার কলেজ ভবিষ্যতে আরো ভালো ফলাফল করবেন বলে আশা প্রকাশ করেন। এ সময় কলেজ অধ্যক্ষ নুরুল আলম ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র মতে, সেনবাগ সরকারি কলেজে ৫৭৭ জল পরীক্ষার্থীর মধ্যে ৮ জন জিপিএ-৫ সহ ৪৭৭ জন পাশ করেন। পাশের হার ৮২.৬৭। সুলতান মাহমুদ ডিগ্রী কলেজে ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫ সহ ১৪৭ জন পাস করেন। পাশের হার ৮৪.৪৮। কানকিরহাট ডিগ্রী কলেজে ২৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১০৪ জন পাশ করেন। পাশের হার ৪৪.৯।সবচেয়ে খারাপ ফলাফল করেছে উপজেলার বাতাকান্দি স্কুল এন্ড কলেজ। এ কলেজে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র আট জন পাশ করেন। পাশের হার ২১.।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা হোসেন বলেন, এইচএসসির পরীক্ষা প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে কারণগুলো চিহিত করে ভবিষ্যতের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১