সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন মো. রায়হান।তার মৃত্যুর প্রায় আড়াই মাস পেরিয়ে গেছে। আজ মঙ্গলবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষায় রায়হান জিপিএ ২.৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তার এ কৃতিত্ব দেখে যেতে পারলেন না তিনি। একমাত্র ছেলের এইচএসসি পাশের খবরে ভাসছে মা-বাবার দু’নয়ন।
জানা যায়, গত ৫ আগস্ট বাড্ডায় বিজয় মিছিলে যোগ দিলে গুলিবিদ্ধ হন রায়হান। এর পরদিন ৬ আগস্ট দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মো. রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের মো. মোজাম্মেল হোসেন ও আমেনা খাতুন দম্পতির একমাত্র ছেলে। সে ঢাকার গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার বাবা মো. মোজাম্মেল হোসেন বাড্ডায় আজ পরীক্ষার ফলাফল জানতে পারে তার মা-বাবা । রায়হানের উর্ত্তীনের খবরে আবারও কান্নায় ভেঙে পড়েন তারা। রায়হানের একমাত্র বোন উর্মি আক্তারেরও কান্না থামছে না। সাথে পাড়া প্রতিবেশীরাও রায়হানের জন্য আক্ষেপ করে চলছেন।
রায়হানের মা আমেনা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলে আজ বেঁচে নেই, সে পাশ করছে, তা দিয়ে এখন কি করবো। তার আরও ভালো ফলাফল করার কথা। সে মেধাবী ছাত্র ছিল। তার বাবা কান্না থামাতে পারছেন না। নিজেরা না খেয়ে সন্তানকে খাইয়েছি৷ তাকে ঢাকায় পড়ালেখা করাইছি। ছেলেটার অনেক বড় স্বপ্ন ছিল। সব স্বপ্ন এক বুলেটে শেষ হয়ে গেছে।
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন শহীদ রায়হান, ভাসছে মা-বাবার দু’নয়ন
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ১৫, ২০২৪
- ৫:১০ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
হাতিয়ায় আগুনে পুড়ল ১৪ দোকান
•
জানুয়ারি ২৩, ২০২৫
সেনবাগে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
•
জানুয়ারি ২২, ২০২৫
লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
•
জানুয়ারি ২২, ২০২৫