সুবর্ণ প্রভাত ডেস্ক : আগামী ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আ্যসাইনমেন্ট ও মনিটরিং কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি)। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে আ্যসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনার মনিটরিং কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
গত ২৯ জুলাই জারি করা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মনিটরিং এবং ইভালুয়েশন শাখার পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ চলমান করোনা ভাইরাস পরিস্থিতির অবনতির কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে এবং কলেজ ও প্রশাসন শাখার সূত্রে স্থগিতাদেশ বিবেচনায় এনে মনিটরিংও ইভালুয়েশন শাখার সূত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই নির্দশনা রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দেয়া প্রথম চার সপ্তাহ এবং দ্বিতীয় চার সপ্তাহের আ্যসাইনমেন্ট গ্রহণ ও জমাদান কার্যক্রম মনিটরিংয়ের জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। তা স্থগিত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
এইচএসসি পরীক্ষার্থীদের আ্যসাইনমেন্ট কার্যক্রম স্থগিত
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৩, ২০২১
- ১:০৯ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
হামাস-ইসরাইল যেভাবে চুক্তিতে পৌঁছেছে
•
জানুয়ারি ২০, ২০২৫
নবযুগ সূচনার প্রতিশ্রুতি ট্রাম্পের
•
জানুয়ারি ২০, ২০২৫