এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে মাউশি

সুবর্ণ প্রভাত ডেস্ক : চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ( মাউশি)। আগামীকাল ১০ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হবে।
আজ সোমবার মাউশির পরিচালক প্রফেসর মো: শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারি পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুর্নবিন্যাস করা পাঠ্যসূচির আলোকে দেয়া অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে তিন সপ্তাহের জন্য (১৫ টি বিষয়ে) গুচ্ছ-২ এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম,ভূগোল, ফিন্যান্স,ব্যাংকিং ও বীমা,উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন এবং গুচ্ছ -৩ এর রসায়ন, অর্থনীতি,পৌরনীতি ও সুশাসন,যুক্তিবিদ্যা,হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিষয়ের উপর অ্যসাইনমেন্ট পাঠানো হয়েছে।
নির্দেশনায় বিষয়টি জরুরি উল্লেখ করে আরো বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যসাইনমেন্ট দেয়া ও নেযার ক্ষেত্রে কোভিড -১৯ এর সংক্রামন রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১