এডভোকেট শিহাব উদ্দিন শাহিন নাগরিক সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট এডভোকেট শিহাব উদ্দিন শাহিনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিহাব উদ্দিন শাহিন একাধারে ৫ বার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানিজিং বোর্ড সদস্য (২০২৪-২০২৬) নির্বাচিত হওয়ায় তাকে নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে এ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের মাইজদী বাজারের গ্রীণ হলে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু। এতে স্বাগত বক্তব্য রাখেন নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য সামছুল হাসান মিরন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা নুরউদ্দিন মো.জাহাঙ্গীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের উপ পরিচালক নুরুল করিম, সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ, সাবেক অধক্ষ হেলাল মোশারফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মোজ্জাম্মেল হক মিলন,বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম জিএস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর জাহের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্র, হরিনারায়নপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলিম,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেম, নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য আবু তাহের, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মন্্জ্ঞু ও জেলা যুবরেড ক্রিসেন্ট প্রধান সানুতিং মারমা প্রমুখ।
সংবর্ধিত এডভোকেট শিহাব উদ্দিন শাহিন তার বক্তব্যে সংবর্ধনা প্রদানকারী আয়োজকদের ও উপস্থিত বিভিন্ন শ্রেনী পেষার প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শেয়ার করুনঃ

1 thought on “এডভোকেট শিহাব উদ্দিন শাহিন নাগরিক সংবর্ধনা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১