অনিয়ম ও দূর্নীতির অভিযোগে
নিজস্ব প্রতিনিধিঃঅনিয়ম ও দূর্নীতির অভিযোগে নোয়াখালীর জেলা শহরের এম.এ রশিদ উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুনা আক্তারের পদত্যাগের দাবিতে অফিসে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসক এর কাছে স্মারক লিপি প্রদান করে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেন।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিগত সরকারের আমলে অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে বিভিন্ন অনিয়ম করে আসছে। তিনি শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণ করেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন । কিছু পুরুষ শিক্ষককে দিয়ে মেয়েদেরকে লাঞ্চিত করে এবং টিসি দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন। এছাড়াও রাজনৈতিক ভয় দেখানো হতো। এই সকল অন্যায়ের প্রতিবাদে শত শিক্ষার্থী তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে দফায় আন্দোলন করে আসছে।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুনা আক্তার জানান, শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে পদত্যাগের দাবিতে আন্দোলন করে এবং আমার অফিস ও গেইটে তালা ঝুলিয়ে দেয়। আমি প্রশাসনের কাছে বিচার দাবি করছি।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও শিক্ষা ও আইসিটি কর্মকর্তা মোঃ ইয়াছিন জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ এসেছে এবং শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে স্মারক লিপি দিয়েছে।