সুবর্ণ প্রভাত স্পোর্টস ডেস্কঃ :
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই এশিয়া কাপে ভারত ম্যাচের আগেই দেশে ফিরেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম । সুপার ফোরে শ্রীলঙ্কারে বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরেন তিনি। আজ সোমবার সকালেই দ্বিতীয়বারের মত কন্যা সন্তানের বাবা হয়েছেন মুশফিক।
দুপুর ১২ টার দিকে ফেসবুকে এক পোস্টে মুশফিক লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহ আমাদের কন্যা সন্তান উপহার দিয়েছেন। মা এবং সন্তান দুজনেই পর্যবেক্ষণে রয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’
২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর মুশফিক রহিম সঙ্গে জান্নাতুল কিফায়াত মন্ডি বিবাহবন্ধনে আবদ্ধ হন ।
২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি তাদের ঘর আলো হয়ে আসে ছেলে শাহরোজ রহিম মায়ান ।