নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর কবিরহাট উপজেলায় সাত বছর বয়সী শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো.জাকির হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির আবুল খায়ের মন্টু সওদাগরের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরের তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, সোমবার সন্ধ্যার দিকে কবিরহাট পৌরসভার দত্তের দিঘীর পাড় এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গসোমবার দুপুর দেড়টার দিকে মাদরাসা ছুটির পর ছাত্রী শিশুটি হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। কিছু দূর আসার পর একই এলাকার জাকিরের সাথে শিশুটির দেখা হয়। ওই সময় শিশুটিসহ আরো দুজন মাদরাসার শিক্ষার্থীকে জাকির বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তার মোটরসাইকেলে উঠায়। জাকির তার বাবা মন্টু সওদাগরের দোকানের সামনে আসার পর দুই শিশুকে নামিয়ে দিলে তারা বাড়ি চলে যায়। এ সময় অপর শিশুটিকে মোটরসাইকেল থেকে নামিয়ে দোকানের পাশের পরিত্যক্ত একটি খালি কক্ষে নিয়ে যায়। সেখানে মেয়েটির ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটি চিৎকার করলে জাকির এই কথা কাউকে বললে তাকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে পায়জামা পরিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিকে জাকিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো করা হয়েছে।
কবিবরহাটে শিশু ধর্ষণে চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
- সুবর্ণ প্রভাত
- ফেব্রুয়ারি ৪, ২০২৫
- ৪:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত

1 thought on “কবিবরহাটে শিশু ধর্ষণে চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার”
annoncée dans un contexte de désaccords prolongés avec le gouvernement