কবিরহাটে খামারিকে ঘরে আটকে গোয়াল ঘরে আগুন দিল দুর্বৃত্তরা, ৭ গরু দগ্ধ, এক বাছুরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কালা মিয়া মেম্বারের বাড়িতে রোববার দিবাগত রাত ২টার দিকে গরুর খামারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে খামারে থাকা ৮টি গরু দগ্ধ হয়। এর মধ্যে ১টি বাছুর আগুনে পুড়ে মারা যায় এবং ২টি গরু জবাই করে দেওয়া হয়েছে। এসময় খামারি শাহজাহান ও তার ভাইদের ঘরে বাহির থেকে দরজা বন্ধ করে দিয়েছিল দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত খামারের মালিকের দাবি আগুনে তার প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ।
খামারি শাহজাহান বলেন, গত ২০ বছর ধরে আমি গরুর খামারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছি। বর্তমানে আমার খামারে ৬টি বড় গরু ও ২টি বাছুর ছিল। রোববার দিবাগত রাত ১টার দিকে গরুর দুধ দোহনের পর আমি খামার বন্ধ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে গরুর ডাক শুনে ঘুম থেকে উঠে জানালা দিয়ে দেখি খামারে আগুন জ্বলছে । এসময় আমি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে দেখি বাহির থেকে দরজা আটকানো । পাশাপাশি আমার দুই ভাইয়ের ঘরেরও দরজা একইভাবে আটকে দিয়েছে দুর্বৃত্তরা । আমাদের পরিববারে সকলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাহির থেকে আটকানো দরজা খুলে দেয়। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিভানোর আগেই খামারে থাকা ৮টি গরু ও গোখাদ্যসহ সব পুড়ে যায়।
খামারি অভিযোগ করে বলেন, বাড়ির একপক্ষের সাথে আমাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধের চলছে। ওইপক্ষ গত কয়েকদিন ধরে আমাকে হুমকি দিয়ে আসছে। তারা খামারে পেট্রোল দিয়ে আগুন দিতে পারে বলে আমার ধারণা ।
কবিরহাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহজালাল মোহাম্মদ ইউনুস বলেন, সবগুলো গরুর শরীরের এক দ্বিতীয়াংশ ও তৃতীয়াংশ পুড়ে গেছে। যার মধ্যে ২টি জবাই করে দেওয়া হয়েছে। বাকিগুলোকে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। তবে তাতে মনে হয়না গরুগুলো বাঁচানো সম্ভব হবে। তারপরও আমারা চালিয়ে যাচ্ছে।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি দুঃখজনক। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১