সেনবাগ প্রতিনিধি
করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালীর সেনবাগ পৌরসভার সাবেক কমিশনার ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. ইউসুফ (৫০) মারা গেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মো, ইউসুফ কমিশনার সেনবাগ পৌরসভার ৩নং ওযার্ডের দুই বারের নির্বাচিত কমিশনার ছিলেন।
তার ছোট ভাই মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ৮-১০ দিন পুর্বে তার ভাই করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামে করোনা হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় তাকে ঈদের দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সে খানে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ বহুগুন গ্রাহী রেখে গেছেন।