নিজস্ব প্রতিনিধি : করোনা রোগী চিকিৎসায় সরকারি অনুমোদন নেই এমন তিন হাসপাতালে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিভিন সার্জনের প্রতিনিধি। গতকাল রবিবার জেলা শহর মাইজদীর বেসরকারি হাসপাতাল আমেরিকান স্পেশালাউজড, মাদারল্যান্ড ও ট্রাস্টওয়ানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমেরিকান স্পেশালাউজড ও মাদারল্যান্ড হাসপাতালে একজন করে করোনা পজিটিভ রোগী পাওয়া যায়। ট্রাস্টওয়ান হাসপাতালে একজন করোনা রোগীকে চিকিৎসক কোভিড হাসপাতালে রেফার করার পরও চিকিৎসা প্রদান করায় জরিমানা করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত স্পেশালাইজড ও মাদারল্যান্ড হাসপাতালের প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে এবং ট্রাস্টওয়ান হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ওইদিন কঠোর লকডাউন চলাকালে ১১টি অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ এই তিনটি হাসপাতালসহ ৬৫ ব্যক্তি ও ব্যাবসাপ্রতিষ্ঠানকে ৬৩টি মামলায় ৩ লাখ ৬৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন। অভিযান চলাকালে ২শ’ পিস মাস্ক বিতরণ করা হয়। রবিবার রাতে জেলা প্রশাসকের দপ্তর থেকে এ তথ্য প্রদান করা হয়।
করোনা রোগী চিকিৎসায় অনুমোদনহীন তিন হাসপাতালের জরিমানা
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৯, ২০২১
- ৫:৫১ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত