মো. আবদুল মালেক,লক্ষ্মীপুর প্রতিনিধিঃকর্মবিরতির পর লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সড়কে কাজে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। আজ সোমবার সকাল থেকে উত্তর তেমুহানী, দক্ষিণ তেমুহানী ও ঝুমুর মোড়সহ শহরের বিভিন্ন সড়কে যানজট নিরসনে কাজ করতে দেখা যায় তাঁদের। এ ছাড়া জেলার ৫টি উপজেলায় প্রত্যেকটি সড়কে যানবাহনের শৃঙ্খলা ও যানজট নিরসনে কাজ করছেন তারা।
এদিকে জেলার ৬টি থানায় দাপ্তরিক কাজ, মামলা ও তদন্ত কার্যক্রমসহ নাগরিক সেবা দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত আছে থানা-পুলিশ। এর আগে গত কয়েক দিন ধরে সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা । বিশেষ পরিস্থিতিতে শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
যানবাহনচালক ও স্থানীয়রা জানায়, সড়কে ট্রাফিক পুলিশ কাজ করায় স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে। এখন কোনো যানজট নেই। তবে সাধারণ মানুষের কাছে পুলিশের আস্থা যত তাড়াতাড়ি ফিরবে, তত তাড়াতাড়ি সবার জন্য মঙ্গল বয়ে আনবে। এর আগে ট্রাফিক না থাকায় শিক্ষার্থীরা যেভাবে সড়কে ট্রাফিকের ভূমিকা পালন করছে, সেটাও অনেক ভালো উদ্যোগ ছিল। হানা-হানি ও সহিংসতা নয়, দেশে শান্তি চান বলেও জানান তাঁরা।
ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক মো. আমানত উল্যাহ বলেন, সরকারের আদেশ-নির্দেশ মেনে ট্রাফিক পুলিশকে কাজ করতে হবে। তাঁরই ধারাবাহিকতায় সকাল থেকে কাজে যোগ দিয়েছেন তাঁরা। পাশাপাশি ট্রাফিক পুলিশের প্রতি আস্থা ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। প্রত্যেকটি সড়কে শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে মাঠ কাজ করছে ট্রাফিক পুলিশ। কোথাও কোনো সমস্যা নাই।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, জেলার ৬টি থানায় পুলিশ কাজে ফিরছে। দাপ্তরিক কাজ, মামলার তদন্ত এবং নাগরিক সেবা নিশ্চিতে পুরোদমে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সকাল থেকে প্রত্যেকটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও সড়কে শৃঙ্খলা ফিরাতে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ সদস্যরা। এখন আর কোনো সমস্যা নাই। তবে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সবার সহযোগিতা দরকার। সহযোগিতা না পেলে কাজ করা কষ্ট কর হবে। জেলায় পুরোদমে পুলিশের কার্যক্রম চলছে। মানুষের সেবা নিশ্চিত করাই পুলিশের ধর্ম।
কর্মবিরতির পর লক্ষ্মীপুর জেলার সড়কে কাজে নেমেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ১২, ২০২৪
- ৫:৪৭ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
1 thought on “কর্মবিরতির পর লক্ষ্মীপুর জেলার সড়কে কাজে নেমেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা”
This post is both informative and enjoyable to read—thank you!