সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনার কারনে কর্মহীন হয়ে পড়া ৭০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্রস্থ সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির (ইউএসএ-ইনক)।
আজ সোমবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রস্থ সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ শাহাদাত আনচারী তিতুমীর,সমাজসেবক আবুল খায়ের ডিলার, পৌরসভার কাঊন্সিলর গোলাম ছাওয়ার দুলাল, নুরুল হুদা সামছু, সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ও জাহাঙ্গীর পাটোয়ারী প্রমুখ ।
খাদ্য সামগ্রী বিতরণকারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়. বৈশ্বিক মহামারী করোনার কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রস্থ সেনবাগ উপজেলা ওয়েরফেয়ার সোসাইটি ( ইউএসএ) ইনক সভাপতি মোয়াজ্জেম হাছান কাজল,সেক্রেটারী মাঈন উদ্দিন বাবলু দিকনির্দেশনায় ও জাহাঙ্গীর হোসাাইন,জাহাঙ্গীর শহীদ সরোহরাওয়ার্দী,মাহমুদুল হক দুলাল,শরীফ উদ্দিন হারুন,নুরুল হক ,কবির আহমেদ ফজলুল হক,নোমান চৌধুরী, তাজুল ইসলাম মামুন,নজরুল ইসলাম মিলন,গোলাম মাওলানা মামুন,গোলাম মোহাম্মদ হেলাল,সৈয়দ আমিরুল ইসলাম ফয়সাল, সালেহ আহমদ খোকন, জসীমউদ্দিন, আমজাদ হোসেন, তানভির আহমেদ সোহেলে সার্বিক সহযোগিতায় ৭০০ অসহায় ও কর্মহীন হয়ে পড়া পরিবারের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে,চাউল,ডাল,তেল,আলু,লবন ও পেয়াজ।