নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার শ্যালক কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম সিরাজ উল্যাহকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি এক বছরের সাজাপ্রাপ্তসহ চার মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।
আজ বৃহস্পতিবার ভোর রাতে চট্রগ্রাম শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে পুলিশ তাকে জেলর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত চেয়ারম্যান সিরাজ উল্যাহকে একটি সিআর মামলায় এক বছরের কারাদণ্ডসহ ৩৩ লাখ টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি হত্যাসহ আরো ৩ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।
অভিযোগ রয়েছে কাদের মির্জার শ্যালক পরিচয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিরাজ উল্যাহ এতদিন এলাকায় চেয়ারম্যান হিসেবে দাপিয়ে বেড়িয়েছিলেন ।
কাদের মির্জার শ্যালক কবিরহাটের ইউপি চেয়ারম্যান সিরাজ গ্রেফতার
- সুবর্ণ প্রভাত
- নভেম্বর ২৮, ২০২৪
- ৪:০৩ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
•
ডিসেম্বর ১০, ২০২৪
সোনাইমুড়ীতে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন
•
ডিসেম্বর ১০, ২০২৪
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত