নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক জিয়াউল হক নয়ন (৩১) এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থক মাইন উদ্দীন ওরফে জসিম উদ্দিনকে (৪৫) আজ সোমবার গ্রেফতার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফ উদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বিকাল ৩টার দিকে বসুরহাট পৌরসভার পপুলার হাসপাতালের সামনে থেকে এস আই সরোজ, এ এস আই রুবেল ও সুমন অভিযান চালিয়ে বিস্ফোরকসহ তিন মামলার আসামি মেয়র সমর্থক নয়নকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নয়ন চরকাকড়ার ৮ নং ওয়ার্ডের মৃত আনিছুল হক মাষ্টারের ছেলে । বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে বিকাল সোয়া ৫টার দিকে এসআই মোঃ মাহফুজুরসহ পুলিশের একটি দল মিজানুর রহমান বাদলের সমর্থক মাইন উদ্দীন ওরফে জসিম উদ্দিনকে মুছাপুর থেকে গ্রেফতার করে। সে ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত অজি উল্যাহ’র ছেলে। তার বিরুদ্ধে ২টি বিস্ফোরকসহ ৩টি মামলা রয়েছে।