সুবর্ণ প্রভাত ডেস্ক : জেলার কান্দিরপাড় এলাকায় আজ বেলা ১১টায় টুকরি-কোদাল নিয়ে আসা ২২০ জন দুর্দশাগ্রস্ত, কর্মহীন, খেটে খাওয়া দিনমজুর এবং শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর টাউন হল মাঠে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাৎ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মো জিয়াউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আনজুম সোহানীয়া, অতীশ সরকার প্রমুখ।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাৎ হোসেন বাসসকে বলেন, বর্তমানে ঊর্ধ্বমুখী কোভিড-১৯ এর প্রকোপ কমাতে চলমান লকডাউনে সবচেয়ে দুর্ভোগ পোহাচ্ছেন দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুরগণ। কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় তাৎক্ষণিকভাবে এমনই ২২০ জন দুর্দশাগ্রস্ত, কর্মহীন, খেটে খাওয়া দিনমজুর এবং শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে ৬ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবনসহ ১১ কেজি। -বাসস।
কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৩, ২০২১
- ১:১২ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
1 thought on “কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ”
It seems that God will not kill me Fang Xuan shouted diabetes medication from 1980s lawsuit very boldly buy generic priligy