কোম্পানীগঞ্জে গণপিটুনিতে চোর নিহত

Shuborno Provaat

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোরে ওই ইউনয়নের ৮ নং ওয়ার্ডের ভুইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন (৪৩) জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর মৃত মো. মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় ও ফেনীতে চুরিসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা আছে। চুরির মামলায় সেএকাধিকবার কারাভোগ করে।
স্থানীয়রা জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের বসতঘরে চুরি করতে দুজন অজ্ঞাত লোক দরজার নিচের মাটিতে সিঁদ কেটে ঘরে ঢুকে। এসময় সাইফুদ্দিনের পরিবারের লোকজন তাদের আত্মীয়ের বাড়িতে ছিলেন। ওই ঘরে আওয়াজ শুনে পাশের ঘরে থাকা সাইফুদ্দিনের ফুফাতো ভাই জুনায়েদ টের পায়। জুনায়েদ পরে সাইফুদ্দিনের বড় ভাই বাহার উদ্দিন মিজানকে ফোন ডেকে নিয়ে উভয়ে ঘরের সামনে অবস্থান নেন। অবস্থান টের পেয়ে দু’চোরের একজন পালিয়ে গেলেও মোশারফ হোসেন ধরা পড়ে। পালিয়ে যাওয়া অপর চোরকে ধাওয়া করলে তিনি মিজানকে ছুরিকাঘাত করে তারা। মিজানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মোশাররফকে ধরে ফেলে। একপর্যায়ে তাকে বেঁধে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রনব চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১