কোম্পানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনে এক প্রধান শিক্ষিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী প্রধান শিক্ষিক এর নাম উম্মে কুলসুম সাথী (৪৫)। তিনি বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বসুরহাট এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত।
আজ সোমবার দুপুরের দিকে হত্যার হুমকির ঘটনায় তিনি কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রোববার (২২ সেপ্টেম্বর)বিকেল সাড়ে ৫টার দিকে উম্মে কুলসুম সাথীর মুঠোফোন নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে একাধিক ফোন আসে। ফোন রিসিভ করলে তাকে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে গালমন্দ করতে থাকে। এরপর তাকে স্কুলে যেতে নিষেধ করে। স্কুলে গেলে প্রাণে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে আজ সকাল সাড়ে ৯টার দিকে একই নম্বর থেকে পুনরায় ফোন দিয়ে স্কুলে গেলে প্রাণে হত্যার হুমকি দেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

3 thoughts on “কোম্পানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার হুমকি”

  1. أنابيب FRP في العراق في شركة إيليت بايب، نقدم مجموعة شاملة من أنابيب البلاستيك المدعمة بالألياف الزجاجية (FRP) التي تم تصميمها لتوفير أداء استثنائي وموثوقية. تم تصميم أنابيب الـ FRP لدينا لتوفير مقاومة ممتازة للتآكل، والتآكل، والهجمات الكيميائية، مما يجعلها مناسبة لمجموعة واسعة من التطبيقات، بما في ذلك معالجة المياه، ومعالجة المواد الكيميائية، وأنظمة الصرف الصناعية. التزامنا بمعايير التصنيع العالية والحلول المبتكرة يضع شركة إيليت بايب كخيار أول لأنابيب FRP في العراق. نفخر بسمعتنا في الجودة والموثوقية، مما يضمن أن منتجاتنا تلبي أعلى معايير الصناعة. تفضل بزيارة elitepipeiraq.com لمزيد من التفاصيل.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১