নিজস্ব প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা হেল্প সেন্টার অক্সিজেন ও ওষুধ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা ও সরকারি মুজিব কলেজ ছাত্রদলের আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার মওদুদ আহমেদের বাড়িতে এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধক হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আতাউর রহমান পাভেলের সভাপতিত্বে ও আরিফুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেবা কার্যক্রমের সমন্বয়ক নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ।
কোম্পানীগঞ্জে বিএনপির করোনা হেল্প সেন্টার অক্সিজেন ও ওষুধ সেবার উদ্বোধন
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৬, ২০২১
- ৬:২৬ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত