নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোশাররফ হোসেন ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। চার শয্যা বিশিষ্ট এ হাসপাতালে বেগম ফজিলাতুন্নেছা আইসিইউ ইউনিট স্থাপন করা হয়।
আবুল খায়ের গ্রুপের আর্থিক সহায়তায় স্থাপন করা হয়েছে চার শয্যা বিশিষ্ট এ আইসিইউ ইউনিট। আজ থেকে হাসপাতালের ইউনিটটিতে রোগীদের নিবিড় পরিচর্যা শুরু করা হয়েছে।
জানাযায়, আইসিইউ ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সেবা কর্মী দ্বারা সার্বক্ষণিক সেবা প্রদান করা হবে। এ ইউনিটে ভেন্টিলেটর, সি-পেপ/বাই-পেপসহ আধুনিক চিকিৎসা সুবিধা সংযোজন করা হয়েছে। নবস্থাপিত আইসিইউ ইউনিটে কোভিড ও নন কোভিড এবং জটিল রোগে আক্রান্ত রোগীগণ চিকিৎসা সেবা পাবেন।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি নিজস্ব অর্থায়নে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পনের শয্যা করে ত্রিশ শয্যায় উচ্চপ্রবাহের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপন করেন।
উল্লেখ্য, মন্ত্রী ওবায়দুল কাদেরের পিতা মরহুম মোশাররফ হোসেনের নামে কোম্পানীগঞ্জে প্রতিষ্ঠিত এ হাসপাতালটি বাংলাদেশ ডায়াবেটিস সমিতির অধিভুক্ত। তার মরহুমা মা বেগম ফজিলাতুন্নেছার নামে নামকরণ করা হয়েছে এ হাসপাতলে নবস্থাপিত আইসিইউ ইউনিটের।