সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ভুয়া’ জন্মদিন পালন ও ‘যুদ্ধাপরাধীদের মদদ’ দেয়ার অভিযোগে দায়ের করা মানহানির দুই মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ আগামী ৫ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, করোনার কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় মামলা দুইটির চার্জ শুনানি হয়নি। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় চার্জ শুনানির নতুন দিন ধার্য করেছেন বিচারক।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ দিন ঠিক করেন। কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির দুই মামলায় চার্জ শুনানি ৫ সেপ্টেম্বর
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ২৬, ২০২১
- ২:০৮ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত