সোনাইমুড়ী প্রতিনিধিঃ ছাত্ররাই ৫ আগস্টে ফ্যাসিস্ট সরাকারের দুঃশাসন থেকে এ দেশ ও জাতিকে মুক্ত করেছে। এ ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যত। খেলাধুলা যুব ও ছাত্রসমাজকে মাদক এবং খারাপ কাজ থেকে দূরে রাখে।
আজ শুক্রবার বিকেলে সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সোনাইমুড়ী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এসব কথা বলেন।
সোনাইমুড়ী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি মোতাহার হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন পিন্টু, আব্দুল গণি পাটোয়ারী মামুন, সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, বারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, ফ্রান্স প্রবাসী ফারুক হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজুল আলম সিজান, আব্দুল করিম, সমাজ সেবক আবু জাহের আলম সুমন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ওমর শরিফ সোহাগ, মোস্তফা মিঠুন ও জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
খেলাধুলা যুব ও ছাত্রসমাজকে মাদক এবং খারাপ কাজ থেকে দূরে রাখেঃব্যারিস্টার খোকন
- সুবর্ণ প্রভাত
- জানুয়ারি ৩, ২০২৫
- ৬:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
