গণধর্ষণের দায়ে ফেনীতে তিন ধর্ষকের মৃত্যুদন্ড

ফেনী প্রতিনিধি

ফেনী জেলার সোনাগাজী উপজেলায় সংখ্যালঘু এক কিশোরীকে ধর্ষণের অপরাধে তিন ধর্ষকের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ওসমান হায়দার এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো- মোহাম্মদ লাতু মিঞা, জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম। এ মামলায় অপর আসামি ফারুককে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আদালতে ওমর ফারুক ছাড়া অন্য আসামীরা পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী (এপিপি) সিনিয়র আইনজীবী ফরিদ উদ্দিন হাজারী জানান, ২০০৩ সালের ১৩ মে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরে রসুল আহম্মদের ছেলে মোহাম্মদ ফারুক, আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম ও আবদুর রশিদের ছেলে আবুল কাশেমসহ অজ্ঞাত একজনসহ রাত দু’টার সময় ঘরে ঢুকে সংখ্যালঘু এক কিশোরীকে তার মায়ের সামনে গণধর্ষণ করে। এসময় ধর্ষিতার মাকে বেঁধে রাখে ধর্ষকদল।
এ ঘটনার পরদিন কিশোরীর মা কৃষ্ণবালা দাস সোনাগাজী মডেল থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরে ৯ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ আদালতে মামলার রায় ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ

1,464 thoughts on “গণধর্ষণের দায়ে ফেনীতে তিন ধর্ষকের মৃত্যুদন্ড”

  1. During an active herpes episode, whether the first episode or a repeat one, you should follow a few simple steps to speed healing and avoid spreading the infection to other places on the body or to other people.
    Do I need a doctor’s prescription to buy online pharmacy percocet reviews online instead of buying medicine at the pharmacy.
    Beta cells produce insulin which is needed to metabolize glucose within the body.