গাছের সাথে এ কেমন শত্রুতা!

নিজস্ব প্রতিনিধি

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তালিবপুর গ্রামে এক প্রবাসীর বাড়ীর বাগানে ঢুকে কলাগাছ, আমগাছ, পেয়ারা গাছ সহ বিভিন্ন জাতের ৩০-৩৫টি গাছ কেটে সাবাড় করেছে প্রতিপক্ষরা। স্থানীয়দের মন্তব্য গাছের সাথে এ কেমন শত্রুতা। মানুষের সাথে মানুষের বিরোধ থাকতে পারে তাই বলে কি এই ভাবে প্রকাশ্যে গাছ কেটে ফেলবে? এই ঘটনায় রবিবার সন্ধ্যায় প্রবাসীর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মোঃ খোকন ও আরিফ সহ ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর পরিবার জানান, স্থানীয় খোকনের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ ও শত্রæতা রয়েছে। এর জের ধরে ২৬ আগষ্ট বিকেলে প্রতিপক্ষরা অতর্কীতভাবে আমাদের বাড়ীর বাগানে এসে দা, ছেনী নিয়ে গাছগুলো কেটে ফেলে। ঘটনাটি আমরা স্থানীয় ইউপি মেম্বারসহ থানা পুলিশকে জানিয়েছি। বর্তমানে প্রবাসীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি। প্রতিপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তাদের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮