গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে ৯৫৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগস্থ গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্য সেবা কর্মসূচী আয়োজন করা হয়। এ কর্মসূচীর আওতায় ৯৫৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে ।
গতকাল শুক্রবার গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউট প্রাঙ্গনে দিনব্যাপী এ স্বাস্থ্য সেবা কার্যক্রম ‘স্বাস্থ্য ক্যাম্পের’ উদ্বোধন করেন গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের নবনিযুক্ত সচিব রাহা নব কুমার ।
এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ট্রাস্টের সচিব রাহা নব কুমারের সভাপতিত্বে এবং উপপরিচালক শংকর বিকাশ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাঃ শফিউল আলম, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শামসুদ্দিন আহমেদ, গাইনি এন্ড অবস্ বিশেষজ্ঞ ডাঃ হামিদা মাইদার, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সাকি খন্দকার, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সারাহ বানু, এমডি, এম.পি.এইচ, সিনেসিস স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ আনিসুর রহমান মল্লিক ,সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ শফিক রায়হান, ট্রাস্টের পিস কো-অর্ডিনেটর এবং এইচ আর বিভাগের ইনচার্জ অসীম কুমার বকসী, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কোর্ডিনেটর খায়রুজ্জামান খোকন প্রমুখ।
উল্লেখ্য, ট্রাস্টের সমাজসেবা এবং মানবিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ধারাবাহিকতায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সেবামূলক কার্যক্রম হিসেবে সবার জন্য স্বাস্থ্য সেবা কর্মসূচী “স্বাস্থ্য ক্যাম্প-২০২৪” আয়োজন করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১